দুবাই : রবিবার মরুশহরের সব পথ গিয়ে মিশল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৷ বিরাট কোহলির দলকে তাতাতে গ্যালারিতে এক টুকরো বলিউড ৷ অক্ষয় কুমার, ঊর্বশী রাউতেলা, প্রীতি জিন্টা হাজির সেখানে ৷ কিন্তু ভারতের খেলায় শুরু থেকে সেই ঝাঁঝ চোখে পড়ল না কোনওভাবে ৷ প্রথম দুই ওভারে ভারতের ওপেনারদ্বয়কে ফিরিয়ে ভারতীয় সমর্থকদের সেলিব্রেশনে রাশ টানলেন শাহিন আফ্রিদি ৷ দীর্ঘ হয়নি সূর্যকুমার যাদবের ইনিংস ৷
ধীরে-ধীরে অধিনায়কের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে 'মেন ইন ব্লু' | সঙ্গী ঋষভ পন্থ ৷ 49 বলে কোহলির 57 রানের ইনিংসে ভর করে সম্মানজনক স্কোরে পৌঁছে যায় ভারত ৷ ইতিপূর্বে টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বারবার ঝলসে উঠেছে 'দিল্লি বয়'-এর ব্যাট ৷ কোনও পাক বোলার তাঁকে আউট করার দুঃসাহস দেখাতে পারেননি ৷