পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Virat Kohli: বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সে বিরাটের ব্যাগে 'প্লেয়ার অফ দ্য মান্থ' শিরোপা - Virat Kohli bags ICC Mens Player of the Month

এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে পাঁচ ম্যাচে 205 রান সংগ্রহ করেছেন কোহলি(Virat Kohli) । অক্টোবরজুড়ে তাঁর তুখড় পারফরম্যান্সে আবারও মোহিত হয়েছে ক্রিকেটদুনিয়া । আর তাতেই প্রথমবার বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি'র এই বিশেষ সম্মান লাভ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক (Virat Kohli bags ICC Men's Player of the Month award for October 2022)।

Etv Bharat
বিরাটের ব্যাগে 'প্লেয়ার অফ দ্য মান্থ' শিরোপা

By

Published : Nov 7, 2022, 3:34 PM IST

Updated : Nov 7, 2022, 4:39 PM IST

দুবাই, 7 নভেম্বর: চলতি কুড়ি-বিশের বিশ্বকাপে হারানো ফর্ম ফিরে পেয়ে স্বমহিমায় ধরা দিয়েছেন তিনি । গ্রুপ পর্বের পাঁচ ম্যাচের মধ্যে তিনটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাটে । যার মধ্যে সুপার-12 প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচ জেতানো ইনিংস রয়েছে । পুরস্কার স্বরূপ আইসিসি-র বিচারে গত মাস অর্থাৎ, অক্টোবরের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন বিরাট কোহলি (Virat Kohli bags ICC Men's Player of the Month award for October 2022)।

এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে পাঁচ ম্যাচে 205 রান সংগ্রহ করেছেন কোহলি (Virat Kohli)। অক্টোবর জুড়ে তাঁর তুখড় পারফরম্যান্সে আবারও মোহিত হয়েছে ক্রিকেটদুনিয়া । আর তাতেই প্রথমবার বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি'র এই বিশেষ সম্মান লাভ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক । মহিলা ক্রিকেটার হিসেবে অক্টোবরে আইসিসি-র 'প্লেয়ার অফ দ্য মান্থ' শিরোপা পেয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার নিদা দার (Nida Dar)। এশিয়া কাপে দুরন্ত পারফরম্যান্সে তিনি পিছনে ফেলেছেন ভারতের জেমিমা রডরিগেজ এবং দীপ্তি শর্মাকে ।

উল্লেখ্য, চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে 53 বলে অপরাজিত 82, পরের ম্যাচে ডাচ'দের বিরুদ্ধে 44 বলে অপরাজিত 64 এবং বাংলাদেশের বিরুদ্ধে 44 বলে 62 রান আসে কোহলির ব্যাটে । তাঁর 'বিরাট' ব্যাটেই ফের বিশ্বজয়ের স্বপ্নে বুঁদ আসমুদ্র-হিমাচল । এমন সময় আইসিসি-র এই শিরোপা যে ভারতীয় ব্যাটারকে সেমিফাইনালের আগে বাড়তি আত্মবিশ্বাসী করবে, তা বলাই বাহুল্য ।

আরও পড়ুন:জিম্বাবোয়ে 'বধ' করে শীর্ষে থেকেই শেষ চারে রোহিতরা, সেমিতে সামনে ইংল্যান্ড

উল্লেখ্য, আগামী 10 নভেম্বর দ্বিতীয় সেমিতে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে রোহিতব্রিগেড (India will face England in last four)। ঠিক তার আগেরদিন প্রথম সেমিফাইনালে পাকিস্তান খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে । অর্থাৎ কাপযুদ্ধের ফাইনালে ফের ভারত-পাক দ্বৈরথের অপেক্ষায় ক্রিকেট অনুরাগীরা ।

Last Updated : Nov 7, 2022, 4:39 PM IST

For All Latest Updates

TAGGED:

Virat Kohli

ABOUT THE AUTHOR

...view details