পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

FA Cup Final: বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ফুটবলে মজে বিরাট, সঙ্গী অনুষ্কা-শুভমন - শুভমন গিল

ওয়েম্বলি স্টেডিয়ামে কিং বিরাট। জমিয়ে উপভোগ করলেন এফএ কাপের ফাইনাল ৷ সঙ্গে ছিলেন স্ত্রী অনুষ্কা এবং ভারতীয় ক্রিকেটের নতুন 'বিরাট' শুভমন গিল। আর কয়েকদিন পরেই ওভালের মাঠে শুরু হবে টেস্টের বিশ্বযুদ্ধ। তার আগে চাপমুক্ত থাকতে ফুটবলকে উপভোগ করলেন বিরাট।

FA Cup Final
বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ফুটবলে মজে বিরাট

By

Published : Jun 4, 2023, 9:23 PM IST

Updated : Jun 4, 2023, 10:07 PM IST

হায়দরাবাদ, 4 জুন: ওয়েম্বলিতে এফএ কাপে ফাইনালে ম্যাঞ্চেস্টার ডার্বির মজলেন সস্ত্রীক বিরাট কোহলি ৷ সঙ্গে ছিলেন শুভমন গিল ৷ সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ৷ তার আগে ফুটবলে মজলেন কিং কোহলি ৷ শনিবার ম্যান ইউ'কে হারিয়ে এফএ কাপ জিতেছে ম্যান সিটি। রুদ্ধশ্বাস একটা ম্যাচ দেখার প্রত্যাশা নিয়ে ওয়েম্বলি ভরাতে এসেছিলেন হাজার হাজার দর্শক। তাঁদের মাঝেই দেখা গেল ভারতীয় ক্রিকেটের দুই তারাকে ৷ সঙ্গে অনুষ্কা শর্মা ৷ সেই মুহূর্তের ছবি এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ বিরাটের হাবভাব দেখে মনে হচ্ছিল ম্যাঞ্চেস্টার সিটিকে সমর্থন করেছিলেন তিনি ৷

এফএ কাপের ফাইনালে বিরুষ্কার পাশাপাশি ওয়েম্বলি স্টেডিয়ামে দেখা গিয়েছে ভারতীয় তারকা ওপেনার শুভমন গিলকে। শুভমনও যে একজন আদ্যপান্ত ফুটবলপ্রেমী, তা অজানা নয় অনুরাগীদের। সবমিলিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য তিনি যেহেতু ইংল্যান্ডেই রয়েছেন, তাই এফএ কাপের ফাইনাল দেখার সুযোগ হাতছাড়া করলেন না বিরাট ও গিল। ভাইরাল হওয়া ছবিতে অনুষ্কাকে দেখা গিয়েছে একটি স্লিভলেস কালো জ্যাকেট, কালো স্ল্যাকস এবং একটি সাদা টি-শার্ট পরে ৷ অন্যদিকে, শুভমানের পরনে ধূসর রঙের সোয়েটশার্ট, আর বিরাটের পরনে বাদামি রঙের জ্যাকেট। তিনজনকে ওয়েম্বলির গ্যালারিতে দাঁড়িয়ে ফাইনাল উপভোগ করতে দেখা গিয়েছে।

7 জুন ওভালে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। গতবার নিউজিল্যান্ডের কাছে হেরেছিল বিরাটের ভারত। এবার অস্ট্রেলিয়ার সামনে রোহিতের ভারত। সদ্য আইপিএল খেলে ইংল্যান্ড গিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। শনিবার ওয়েম্বলির ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটির তরফেই কোহলি এবং অনুষ্কাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে সূত্রের খবর। পাশাপাশি একটি কিট প্রস্তুতকারী সংস্থাও তাঁদের ডাকা হয়েছিল বলে জানা গিয়েছে।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে 2-1 ব্যবধানে হারিয়ে শনিবার সপ্তম বার এফএ কাপ জেতে ম্যান সিটি। ইপিএলের পর এফএ কাপ। মরশুমে দ্বি-মুকুট জয় করল ম্যাঞ্চেস্টার সিটি। এফএ কাপে পাঁচ ম্যাচে 16টি গোল করেছে সিটি। প্রতিযোগিতা জুড়ে দুরন্ত ফুটবল উপহার দিয়েছে তারা। এবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলেই প্রথমবার ত্রিমুকুট জয়ের নজির গড়বে 'স্কাই ব্লুজ'।

আরও পড়ুন:নতুন মরশুমে ইস্টবেঙ্গলে বিজয়ন-পুত্র, গতবারের এগারো ফুটবলারকে ছেঁটে ফেলল লাল-হলুদ

Last Updated : Jun 4, 2023, 10:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details