হায়দরাবাদ, 4 জুন: ওয়েম্বলিতে এফএ কাপে ফাইনালে ম্যাঞ্চেস্টার ডার্বির মজলেন সস্ত্রীক বিরাট কোহলি ৷ সঙ্গে ছিলেন শুভমন গিল ৷ সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ৷ তার আগে ফুটবলে মজলেন কিং কোহলি ৷ শনিবার ম্যান ইউ'কে হারিয়ে এফএ কাপ জিতেছে ম্যান সিটি। রুদ্ধশ্বাস একটা ম্যাচ দেখার প্রত্যাশা নিয়ে ওয়েম্বলি ভরাতে এসেছিলেন হাজার হাজার দর্শক। তাঁদের মাঝেই দেখা গেল ভারতীয় ক্রিকেটের দুই তারাকে ৷ সঙ্গে অনুষ্কা শর্মা ৷ সেই মুহূর্তের ছবি এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ বিরাটের হাবভাব দেখে মনে হচ্ছিল ম্যাঞ্চেস্টার সিটিকে সমর্থন করেছিলেন তিনি ৷
এফএ কাপের ফাইনালে বিরুষ্কার পাশাপাশি ওয়েম্বলি স্টেডিয়ামে দেখা গিয়েছে ভারতীয় তারকা ওপেনার শুভমন গিলকে। শুভমনও যে একজন আদ্যপান্ত ফুটবলপ্রেমী, তা অজানা নয় অনুরাগীদের। সবমিলিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য তিনি যেহেতু ইংল্যান্ডেই রয়েছেন, তাই এফএ কাপের ফাইনাল দেখার সুযোগ হাতছাড়া করলেন না বিরাট ও গিল। ভাইরাল হওয়া ছবিতে অনুষ্কাকে দেখা গিয়েছে একটি স্লিভলেস কালো জ্যাকেট, কালো স্ল্যাকস এবং একটি সাদা টি-শার্ট পরে ৷ অন্যদিকে, শুভমানের পরনে ধূসর রঙের সোয়েটশার্ট, আর বিরাটের পরনে বাদামি রঙের জ্যাকেট। তিনজনকে ওয়েম্বলির গ্যালারিতে দাঁড়িয়ে ফাইনাল উপভোগ করতে দেখা গিয়েছে।