সেঞ্চুরিয়ন, 26 ডিসেম্বর: অতি আগ্রাসনই কাল হল রোহিত শর্মার ৷ সেঞ্চুরিয়নে প্রথম টেস্টের শুরুতেই কাগিসো রাবাদার পাতা ফাঁদে সহজেই ধরা দিলেন ভারত অধিনায়ক ৷ শরীর ধেয়ে আসা শর্ট-বল হুক করতে গিয়ে ফাইন-লেগ বাউন্ডারিতে সহজ ক্যাচ তুলে মাঠ ছাড়তে হল রোহিতকে (5 রান) ৷ টেস্ট ম্যাচে যে ওয়ান-ডে’র আগ্রাসন খাপ খায় না, সেটা ফের একবার প্রমাণ হল ৷ অন্তত দক্ষিণ আফ্রিকার মতো বিদেশের মাঠে ৷ সেঞ্চুরিয়নে বক্সিং-ডে টেস্টের প্রথম ইনিংসের মধ্যাহ্নভোজে 3 উইকেট হারিয়ে 91 রান তুলেছে ভারত ৷ রোহিত ছাড়াও আরেক ওপেনার যস্বশী জয়সওয়াল (17 রান) অফস্টাম্পের বাইরের বলে ঠকে গিয়ে কট-বিহাইন্ড হয়ে ফেরেন ৷
ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে টেস্টে তিন নম্বরে ব্যাট করতে নামা শুভমন গিলও (2) ব্যর্থ হলেন ৷ লেগস্টাম্পের বাইরের বল গ্লাভসে লেগে উইকেট-কিপারের হাতে আউট হন শুভমন ৷ এ দিন প্রথম 12 ওভারে 24 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত ৷ সেখান থেকে মেন ইন-ব্লু ব্রিগেডের ইনিংস সামলালেন বিরাট কোহলি (33 রানে অপরাজিত) ৷ তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছেন শ্রেয়স আইয়ার (31 রানে অপরাজিত) ৷ মিডল-অর্ডার ব্যাটার 89 বলে 67 রানের পার্টনারশিপ করেছেন ৷
আউটফিল্ড ভিজে থাকায় এদিন ম্যাচ শুরু হতে আধঘণ্টা দেরি হয় ৷ প্রথম সেশনের প্রথম একঘণ্টা পুরোপুরি দক্ষিণ আফ্রিকার পেস বিভাগের নামে ছিল ৷ কাগিসো রাবাদা তাঁর 7 ওভারের স্পেলে শুরু থেকে শেষ পর্যন্ত ভারতীয় ব্যাটারদের কঠিন প্রশ্ন করে গেলেন ৷ বিশেষত, দুই ওপেনার যস্বশী এবং রোহিতকে ৷ প্রথম ওভারে দু’বার অল্পের জন্য যস্বশীর ব্যাটারে কানা বাঁচিয়ে বল উইকেট-কিপারের গ্লাভসে চলে যায় ৷