কলকাতা, 5 জানুয়ারি: ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে 11 জানুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের টি-20 সিরিজ ৷ সেই সিরিজে রোহিত শর্মা এবং বিরাট কোহলি খেলতে পারবেন বলে জানিয়েছেন জাতীয় নির্বাচক কমিটিকে ৷ ফলে 2022 সালে নভেম্বর মাসের পর ফের দুই মহারথীর জাতীয় টি-20 দলে ফেরার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে ৷ বিসিসিআইয়ের একটি সূত্র ইটিভি ভারতকে একথা জানিয়েছে ৷
তবে, প্রশ্ন হচ্ছে রোহিত শর্মা ভারতীয় টি-20 দলে ফিরলে, এই সিরিজে অধিনায়ক কে হবেন ? কারণ, গত 2 বছরে টি-20 আন্তর্জাতিকে ভারতকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া ৷ গত দুই সিরিজে পান্ডিয়া না থাকায়, সূর্যকুমার যাদব নেতৃত্ব সামলেছেন ৷ এবার চোটের জন্য 2 মাস মাঠের বাইরে সূর্যও ৷ এই পরিস্থিতিতে হার্দিকও চোট সারিয়ে উঠতে পারেননি ৷ ফলে রোহিত আফগান সিরিজের দলে এলে, এই সিরিজে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা বেশি ৷ সেক্ষেত্রে আগামী জুন-জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত টি-20 বিশ্বকাপে কে নেতৃত্ব দেবেন ভারতকে ? সেই নিয়েও একটা প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
তবে, বিসিসিআই সূত্রের দাবি অনুযায়ী, জুন মাসে টি-20 বিশ্বকাপের আগে বিরাট এবং রোহিতকে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে তৈরি হয়ে নেওয়ার সুযোগ দিতে চাইছে ৷ আন্তর্জাতিক টি-20তে দুই সিনিয়র ক্রিকেটারের কাছে তাঁদের স্কিল ঝালিয়ে নেওয়ার এটা একটা সুযোগও বলা যেতে পারে ৷ শুক্রবার ইটিভি ভারতকে বোর্ডের সূত্র জানিয়েছে, "এটা এখনও স্পষ্ট নয়, কে দলকে নেতৃত্ব দেবেন ? কিন্তু, রোহিত এবং বিরাট দু’জনেই নিশ্চিত করেছেন, তাঁরা ভারতের হয়ে টি-20 খেলবেন ৷