লখনউ, 27 অক্টোবর: ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী 29 অক্টোবর লখনউয়ের একানা স্টেডিয়ামে নামছে বিশ্বকাপের টেবিল-টপার ভারত ৷ তার আগে প্রথমদিনের অনুশীলনে খোশমেজাজে দেখা গেল ভারতীয় ক্রিকেটারদের ৷ নেটে বল করতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে ৷ তবে, শুধু বিরাট নন, শুভমন গিল এবং সূর্যকুমার যাদবও হাত ঘোরালেন নেট সেশনে ৷ আর ডানহাতি পেসার জসপ্রিত বুমরা হয়ে গেলেন বাঁ-হাতি স্পিনার এবং বাঁ-হাতি রবীন্দ্র জাদেজা ডানহাতে অফস্পিন করলেন ৷
বাংলাদেশ ম্যাচে হার্দিক পান্ডিয়া গোড়ালিতে চোট পেয়ে স্টেডিয়াম ছেড়েছিলেন ৷ তার পর হার্দিকের অসমাপ্ত ওভারের বাকি তিন বল বিরাট করেছিলেন ৷ প্রায় 6 বছর পর মাঠে বল করেছিলেন বিরাট ৷ তবে, ওই তিন বলেই তা সীমাবদ্ধ ছিল ৷ কিন্তু, বৃহস্পতিবার বিসিসিআই-এর সোশাল মিডিয়া সাইটে দলের অনুশীলনের ভিডিয়ো পোস্ট করা হয় ৷ যেখানে বিরাট কোহলিকে বোলিং করতে দেখা গিয়েছে ৷ আর তাঁর বলে ব্যাট করছিলেন শুভমন গিল ৷ লখনউয়ে গতকাল প্রথমদিনের অনুশীলন ছিল ৷ সেখানে খুব একটা ভারী ট্রেনিং করেননি কোনও ক্রিকেটার ৷
তবে, তারই মধ্যে ভারতীয় দলের তিন ব্যাটারকে হাত ঘোরাতে দেখা গিয়েছে ৷ বিরাট শুভমনকে বল করলেন ৷ আবার শুভমনও বল করেন এ দিন ৷ তবে, তিনি কাকে বল করছিলেন, তা দেখা যায়নি ৷ অন্যদিকে, সূর্যকুমার যাদবকে দেখা গেল অদ্ভুত অ্যাকশনে বল করতে ৷ এতো নয় গেল ব্যাটারদের কথা ৷ এমনিতেই বলা হয়, সব ব্যাটারই নিজেদের ভালো বোলার বলে মনে করেন ৷ কিন্তু, বোলাররা তাঁদের স্বভাবসিদ্ধ বোলিং স্টাইল বদলে ফেললে !