ধরমশালা, 23 অক্টোবর: বিরাট কোহলি এবং রান তাড়া করে জয় ৷ আধুনিক ক্রিকেটে দুই সমার্থক ৷ বিশেষত, 50 ওভারের ক্রিকেটে ৷ তাঁর মতো হিসেব করে রান তাড়া করার দক্ষতা ক্রিকেটের ইতিহাসে অন্য কোনও ক্রিকেটারের ক্ষেত্রে খুব একটা দেখা যায়নি ৷ মহেন্দ্র সিং ধোনিকে মাথায় রেখেই একথা বলা ৷ আর এর প্রমাণ রান তাড়া করে জয়ের ক্ষেত্রে বিরাটের গড় ৷ ওয়ান-ডে ক্রিকেটে 90.4 গড়ে রান করেছেন টার্গেট চেজ করার সময় ৷ সেখানে সচিন তেন্ডুলকরের গড় ছিল 56 ৷
আর তাই প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন রবিবারের 'বিরাট' ইনিংস দেখে বলেই ফেললেন, ‘‘ক্রিকেটের ইতিহাসে রান তাড়া করার ক্ষেত্রে একটাই নাম আসবে, বিরাট কোহলি ৷ এটা দিনের আলোর মতো পরিষ্কার ৷ তার পরে বাকি সবাই ৷’’ তাই সম্প্রচারকারী চ্যানেলে ম্যাচে পরে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর দিল্লির এই ক্রিকেটারকে সুনীল গাভাসকর এবং সচিন তেন্ডুলকরদের সারিতে বসাতে, দু’বার ভাবেননি ৷
বিরাটের নতুন নামকরণও করে ফেললেন সঞ্জয় ৷ সুনীল গাভাসকর হলেন, 'লিটিল মাস্টার' ৷ আর সচিন তেন্ডুলকর 'মাস্টার ব্লাস্টার' ৷ আর বিরাট কোহলির নাম দিলেন, 'চেজ মাস্টার' ৷ আর তার প্রমাণ 96টি ওয়ান-ডে ইনিংসে ভারতের হয়ে সফল রান চেজ করে ফেলেছেন তিনি ৷ যেখানে 23টি সেঞ্চুরি রয়েছে তাঁর ৷ আর 25টি হাফ-সেঞ্চুরি ৷ ফলে 'চেজ মাস্টার' নামটা যথার্থ মর্ডান-ডে গ্রেটের ক্ষেত্রে ৷ আর এই বিশ্বকাপে তার প্রমাণ বিশ্ব ক্রিকেট 5 ম্যাচের চারটিতে পেয়ে গিয়েছে ৷