কলকাতা, 14 ফেব্রুয়ারি : ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওয়ান-ডে সিরিজে 3 ম্যাচে তাঁর সংগৃহীত রানসংখ্যা 26 ৷ তবু বিরাট কোহলির হয়ে ব্যাট ধরছেন জাতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর (Vikram Rathour believes that Virat Kohli will make big score very soon)। ওয়ান-ডে সিরিজ জিতে শনিবারই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-20 সিরিজ খেলতে কলকাতায় পৌঁছেছে টিম ইন্ডিয়া। বুধবার টি-20 সিরিজে অভিযান শুরু করবেন রোহিতরা (India will play the first T20 against WI on Wednesday) । ম্যাচের 48 ঘণ্টা আগে দলের প্রস্তুতি এবং পরিকল্পনা নিয়ে কথা বললেন বিক্রম রাঠোর। শীঘ্রই কোহলির বড় রান পাওয়ার ব্যাপারে আশ্বাসও দিলেন ৷
দল জয়ের মধ্যে থাকলেও বিরাট কোহলির ব্যাটে বড় রান নেই। বিষয়টিকে বিশেষ পাত্তা দিতে নারাজ রাঠোর ৷ সোমবার তিনি বলেন, "আমি মনে করি না কোহলি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। হতে পারে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজে কোহলি রান পায়নি। তবে নেটে প্রচুর পরিশ্রম করছে ও। আমি নিশ্চিত দ্রুত বড় রানের ইনিংস আসবে বিরাটের ব্যাটে। সকলেই তার অপেক্ষায় রয়েছি।" এদিকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-20 সিরিজকে আসন্ন টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে ম্যানেজমেন্ট। আমেদাবাদে ওয়ান-ডে সিরিজ এবং ইডেনে টি-20 সিরিজ খেলার পিছনে অস্ট্রেলিয়ার বড় মাঠের সঙ্গে মানিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানালেন রাঠোর।