বেঙ্গালুরু, 19 জুলাই: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজ শুরুর প্রাক্কালে অনাহুত অতিথির মতো বয়ে এসেছিল দুঃসংবাদটা ৷ ফলশ্রুতি হিসেবে জুনে ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ তো বটেই, কুঁচকির চোট পরবর্তীতে ইংল্যান্ড সফর থেকেও ছিটকে দিয়েছিল কান্নুর লোকেশ রাহুলকে ৷ গত মাসে তিনি চলে গিয়েছিলেন জার্মানিতে অস্ত্রোপচার সারতে ৷ সেখান থেকে ফিরে জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমিতে আপাতত অনুশীলনরত রাহুল ৷ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আসন্ন টি-20 সিরিজের মাধ্যমে বাইশ গজে প্রত্যাবর্তনের অপেক্ষায় দক্ষিণী ব্যাটার ৷
বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলনরত কেএল রাহুলের একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে আন্তর্জালে ৷ যেখানে নেটে ঝুলন গোস্বামীকে ফেস করতে দেখা যাচ্ছে তাঁকে (Video wevt viral as Jhulan Goswami bowls to KL Rahul at NCA nets) ৷ দেশের সবচেয়ে সফল মহিলা পেসারকে নেটে ভালোই সামলাচ্ছেন ওপেনিং ব্যাটার ৷ ভাইরাল ভিডিয়ো অন্তত তেমনটাই বলছে ৷ নেটপাড়ায় ব্যাপক সাড়া ফেলেছে ঝুলনের সঙ্গে রাহুলের ডুয়েলের এই ভিডিয়ো ৷