মুম্বই, 16 জানুয়ারি:পুরুষদের ধারেকাছে না-হলেও আত্মপ্রকাশে বিপুল অর্থেই বিকোল মহিলা আইপিএলের সম্প্রচার স্বত্ব ৷ 951 কোটির বিনিময়ে মেয়েদের আইপিএল সম্প্রচার করবে মুকেশ আম্বানির ভায়াকোম 18 (Viacom18 wins womens ipl media rights from BCCI say Jay Shah) ৷ টেলিভিশন এবং ডিজিটাল জোড়া স্বত্বই কিনে নিয়েছে আম্বানির সংস্থা ৷ 2023 থেকে 2027 অর্থাৎ, আগামী পাঁচ বছর মেয়েদের আইপিএলের সম্প্রচারের ভবিষ্যৎ সুরক্ষিত ভায়াকোমের হাতে ৷
সোমবার এক টুইটে এ কথা জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) ৷ মাইক্রোব্লগিং সাইটে বিসিসিআই সচিব লিখেছেন, "ভায়াকোম 18-কে অভিনন্দন মহিলা আইপিএলের মিডিয়া সম্প্রচার স্বত্ব জিতে নেওয়ার জন্য ৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতি আস্থা রাখার জন্য ধন্যবাদ সংস্থাটিকে ৷ 951 কোটিতে সম্প্রচার স্বত্ব জিতে নিয়েছে ভায়াকোম অর্থাৎ আগামী পাঁচ বছর ম্যাচ পিছু মূল্য 7.09 কোটি টাকা ৷ যা মহিলা ক্রিকেটের জন্য বিশাল ব্যাপার ৷"
আরও পড়ুন:নেতৃত্বের জন্য মরিয়া বিরাটকে শান্ত করেছিলেন শাস্ত্রী, নিজের লেখা বইয়ে উল্লেখ শ্রীধরের