পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Women's IPL Media Rights: 951 কোটিতে মেয়েদের আইপিএলের সম্প্রচার স্বত্ব কিনল আম্বানির ভায়াকোম - ipl media rights

ছেলেদের আইপিএলের ডিজিটাল সম্প্রচার স্বত্ব জিতে নেওয়ার পর মেয়েদের আইপিএলের (Womens IPL) সম্প্রচার স্বত্বও জিতে নিল ভায়াকোম 18 (Viacom 18) ৷ 2023-27 আগামী পাঁচ বছর 951 কোটিতে ডিজিটাল এবং টেলিভিশন সম্প্রচার স্বত্ব পেল রিলায়েন্সের এই সংস্থা ৷

Womens IPL Media Rights
মেয়েদের আইপিএলের সম্প্রচার স্বত্ব কিনল আম্বানির ভায়াকোম

By

Published : Jan 16, 2023, 4:40 PM IST

মুম্বই, 16 জানুয়ারি:পুরুষদের ধারেকাছে না-হলেও আত্মপ্রকাশে বিপুল অর্থেই বিকোল মহিলা আইপিএলের সম্প্রচার স্বত্ব ৷ 951 কোটির বিনিময়ে মেয়েদের আইপিএল সম্প্রচার করবে মুকেশ আম্বানির ভায়াকোম 18 (Viacom18 wins womens ipl media rights from BCCI say Jay Shah) ৷ টেলিভিশন এবং ডিজিটাল জোড়া স্বত্বই কিনে নিয়েছে আম্বানির সংস্থা ৷ 2023 থেকে 2027 অর্থাৎ, আগামী পাঁচ বছর মেয়েদের আইপিএলের সম্প্রচারের ভবিষ্যৎ সুরক্ষিত ভায়াকোমের হাতে ৷

সোমবার এক টুইটে এ কথা জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) ৷ মাইক্রোব্লগিং সাইটে বিসিসিআই সচিব লিখেছেন, "ভায়াকোম 18-কে অভিনন্দন মহিলা আইপিএলের মিডিয়া সম্প্রচার স্বত্ব জিতে নেওয়ার জন্য ৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতি আস্থা রাখার জন্য ধন্যবাদ সংস্থাটিকে ৷ 951 কোটিতে সম্প্রচার স্বত্ব জিতে নিয়েছে ভায়াকোম অর্থাৎ আগামী পাঁচ বছর ম্যাচ পিছু মূল্য 7.09 কোটি টাকা ৷ যা মহিলা ক্রিকেটের জন্য বিশাল ব্যাপার ৷"

আরও পড়ুন:নেতৃত্বের জন্য মরিয়া বিরাটকে শান্ত করেছিলেন শাস্ত্রী, নিজের লেখা বইয়ে উল্লেখ শ্রীধরের

একইসঙ্গে আরেকটি টুইটে এই ঘটনাকে ভারতের মহিলা ক্রিকেটে 'নতুন ভোর' হিসেবে অভিহিত করে জয় শাহ বলেন, "ভারতে মহিলা ক্রিকেটের ক্ষমতায়ণ বৃদ্ধিতে এটা একটি বড় এবং যুগান্তকারী সিদ্ধান্ত ৷" আগামী মার্চের প্রথম সপ্তাহের শুরুতেই মহিলা আইপিএলের প্রথম মরশুম শুরু হওয়ার কথা (Women's IPL expected to start on first week of March) ৷ যদিও এখনও চূড়ান্ত সূচি ঘোষণা হয়নি ৷ পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দলকে মুম্বইয়ে অনুষ্ঠিত হবে মহিলা আইপিএলের ম্যাচগুলি ৷

আরও পড়ুন:জয়বর্ধনেকে টপকে ওডিআই-তে পঞ্চম সর্বাধিক রানের মালিক বিরাট

প্রসঙ্গত, ছেলেদের আইপিএলের টেলিভিশন স্বত্ব না-পেলেও ডিজিটাল সম্প্রচার স্বত্ব রয়েছে ভায়াকোমের হাতেই ৷ 23,758 কোটিতে 2023-27 ছেলেদের আইপিএলের ডিজিটাল স্বত্ব স্টারের থেকে ছিনিয়ে নিজেদের দখলে নেয় আম্বানির সংস্থা ৷ যদিও টেলিভিশন সম্প্রচার স্বত্ব 23, 575 কোটি টাকায় নিজেদের কাছেই রেখেছে স্টার ৷ সবমিলিয়ে যা মেয়েদের আইপিএলের তুলনায় 10 গুণ ৷

ABOUT THE AUTHOR

...view details