পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

MS Dhoni Bike Collection: ধোনির বাইক সংগ্রহশালা ঘুরে দেখলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসার

ধোনির বাইকের সংগ্রহশালার সফর করলেন ভেঙ্কটেশ প্রসাদ ৷ টুইটারে সেই ভিডিয়ো পোস্ট করেছেন তিনি ৷ যেখানে ধোনির কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে তাঁর বিশাল বাইকের সংগ্রহ চাক্ষুস করতে দেখা যায় তাঁকে ৷

Tour of MS Dhoni Bike Collection ETV BHARAT
Tour of MS Dhoni Bike Collection

By

Published : Jul 18, 2023, 10:40 PM IST

ধোনির বাইক সংগ্রহশালা ঘুরে দেখলেন প্রসাদ

রাঁচি, 18 জুলাই: মহেন্দ্র সিং ধোনির বাইকের নেশা কারও অজানা নয় ৷ রাঁচির রিং রোডের ফার্ম হাউসে মাহির বাইকের নজরকাড়া সংগ্রহও তাঁর অনুরাগীদের জানা ৷ এবার সেই বাইকের সংগ্রহের দর্শন সামনে থেকে করালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও বোলিং কোচ ভেঙ্কটেশ প্রসাদ ৷ টুইটারে ধোনির রাঁচির বাড়িতে থাকা সেই বাইকের সংগ্রহশালার সফরের একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি ৷ সেই ভিডিয়োয় ধোনি নিজেও রয়েছেন ৷ পোস্ট করা ভিডিয়োয় প্রসাদ বলছেন, ‘‘এইরকম পাগলের মতো ভালোবাসা আমি খুব কম মানুষের মধ্যেই দেখেছি ৷’’

রাঁচির রিং রোডের কথা বললেই একটা নামই মনে আসে মহেন্দ্র সিং ধোনির কথা ৷ সেখানে ধোনির ফার্ম হাউসে বাইকের সংগ্রহশালা দেখলে যে কেউ অবাক হয়ে যাবেন ৷ কোন সংস্থার বাইক নেই সেখানে ৷ শুধু বাইক নয়, গাড়ির ক্লাসিক কালেকশন রয়েছে তাঁর সেই দোতলা গ্যারাজে ৷ সম্প্রতি সেই সংগ্রহের সঙ্গে অনুরাগীদের সাক্ষাৎ করিয়েছেন ভেঙ্কটেশ প্রসাদ ৷ ধোনির ফার্ম হাউসে তাঁর বাইক ও গাড়ির একটি ভিডিয়ো টুইট করেছেন তিনি ৷

ভিডিয়ো-তে প্রসাদকে বলতে শোনা গিয়েছে, ‘‘একজন ব্যক্তির মধ্যে এমন পাগলামি আমি কমই দেখেছি ৷ কী অসাধারণ সংগ্রহ এবং একজন অসাধারণ মানুষ এমএসডি ৷ একজন সফল ও তার থেকেও বড় মনের মানুষ ৷ তাঁর সংগ্রহে থাকা বাইক ও গাড়ির একটা ছোট্ট দর্শন ৷ এই ব্যক্তির প্যাশন দেখে আমি অবাক হয়ে গিয়েছি ৷’’ উল্লেখ্য, এই ভিডিয়োটি শুট করেছেন সাক্ষী ধোনি ৷ যেখানে তাঁকে ভিডিয়োর শুরুতে বলতে শোনা গিয়েছে, আমি কী বলব ? রাঁচিতে প্রথমবার এসে আপনার কেমন লাগছে ?’’

আরও পড়ুন:বিশ্বকাপের রোড-ম্যাপ নিয়ে রোহিত-রাহুলের সঙ্গে আলোচনা করবেন আগরকর

যার জবাবে ভেঙ্কটেশ প্রসাদ বলেন, ‘‘অসাধারণ ! না তবে এটাই প্রথম নয় ৷ এটা আমার চতুর্থবার আসা ৷ কিন্তু, এই জায়গাটা মাথা খারাপ করে দেওয়ার মতো ৷’’ ভেঙ্কটেশকে এমনটাও বলতে শোনা যায়, কোনও বাইকের শোরুমকেও হার মানাবে ধোনির বাইকের এই সংগ্রহ ৷

ABOUT THE AUTHOR

...view details