কানপুর, 12 জানুয়ারি: কানপুরের মাঠে দাপট বাংলার পেস বোলারদের ৷ মাত্র 60 রানে উত্তরপ্রদেশের প্রথম ইনিংস শেষ মহম্মদ কাইফ, সুরজ সিন্ধু জয়সওয়াল এবং ঈশান পোড়েলদের আগুনে পেস বোলিংয়ে ৷ যেখানে 4 উইকেট নিয়ে সবচেয়ে সফল বাংলার নতুন সেনসেশন মহম্মদ কাইফ ৷ সুরজ 3 উইকেট এবং ঈশান পোড়েল 2 উইকেট নিয়েছেন ৷ উত্তরপ্রদেশের হয়ে ডাবল ডিজিট স্কোর করেছেন মাত্র তিনজন ব্যাটার ৷
উত্তরপ্রদেশের কনকনে ঠান্ডায় টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক মনোজ তিওয়ারি ৷ অধিনায়কের সিদ্ধান্তকে একেবার সঠিক প্রমাণ করেন বাংলার পেসাররা ৷ শুরুতেই ওপেনার আরিয়ন জুয়ালকে ফেরান সুরজ ৷ এরপর ঈশান পোড়েল উত্তরপ্রদেশ ব্যাটিংয়ের দুই স্তম্ভ প্রিয়ম গর্গ (4) এবং অধিনায়ক নীতিশ রানাকে (11) প্যাভিলিয়নে পাঠান ৷ 36 রানে উত্তরপ্রদেশের প্রথম 3 উইকেট পড়ে ৷ কিন্তু, নীতিশ রানার দলের শেষ 7 উইকেট পড়েছে মাত্র 16 রানে ৷ 44 রানে চতুর্থ উইকেট পড়ে ৷ এরপর মাত্র 60 রানে উত্তরপ্রদেশের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৷
বাংলার হয়ে সবচেয়ে সফল ভারতের তারকা পেসার মহম্মদ শামি ভাই মহম্মদ কাইফ ৷ রঞ্জি ট্রফির অভিষেক ম্যাচ মনে রাখার মতো হয়নি তাঁর ৷ কিন্তু, উত্তরপ্রদেশের ছেলে কাইফ, ঘরের মাঠের দলের বিরুদ্ধে জ্বলে উঠলেন এ দিন ৷ 5.5 ওভার বল করে 14 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন তিনি ৷ তাঁর শিকার ওপেনার সামর্থ সিং (13), সৌরভ কুমার (2), ভুবনেশ্বর কুমার (2) এবং অঙ্কিত রাজপুত (0) ৷ সুরজ সিন্ধু জয়সওয়াল 8 ওভারে 4টি মেডেন-সহ 20 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন ৷ সেখানে 7 ওভার বল করে বাংলার ঈশান 1টি মেডেন-সহ 24 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন ৷
উত্তরপ্রদেশের প্রথম ইনিংসের জবাবে বাংলার প্রথম ইনিংসে 2 উইকেট পড়ে গিয়েছে ৷ ওপেনার সৌরভ পাল (13 রান) এবং উইকেট-কিপার ব্যাটার (0) ভুবনেশ্বর কুমারের শিকার হয়েছেন ৷ ক্রিজে শ্রেয়াংস ঘোষ (22 রানে অপরাজিত) এবং অনুষ্টুপ মজুমদার রয়েছেন ৷ প্রথম ম্যাচে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করলেও, এই ম্যাচ ইনিংসে জিতে বোনাস পাওয়ার সুযোগ রয়েছে বাংলার সামনে ৷
আরও পড়ুন:
- জাতীয় দলের ক্রিকেটারদের রঞ্জি খেলা বাধ্যতামূলক করতে চলেছে বিসিসিআই
- রিকির দেড়শোয় পিছিয়ে পড়ল বাংলা, রঞ্জি ওপেনারে মনোজদের ঝুলিতে মাত্র এক পয়েন্ট
- রঞ্জির একই ম্যাচে 3টি টিম, কে খেলবে তা নিয়ে চলল হাতাহাতি