হায়দরাবাদ, 11 অক্টোবর: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বুধবার বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও আফগানিস্তান ৷ দিল্লিতে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি, যেন গরম তরল হয়ে গলে পড়ছিল রাজধানীতে ৷ এই ম্যাচকে ঘিরে উত্তেজনা ছিল স্টেডিয়ামের ভিতরেও ৷ ম্যাচ দেখতে সাকেতের খিড়কি গ্রাম থেকে ও লাজপত নগর ও সংলগ্ন বিভিন্ন রাস্তা ধরে রঙবেরঙের পোশাক পরে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন আফগান সমর্থকরাও ৷ ভারতীয় দলের সেরা বোলারদের কিছুটা বিধ্বস্ত করে এদিনের ম্যাচে আফগান ক্রিকেটাররা দারুণ খেলেছেনও ৷ প্রেস বক্সে এদিন উপস্থিত দেশ বিদেশের 40 জনের বেশি সাংবাদিক, যাঁরা নিজ নিজ দেশের হয়ে ভারতে বিশ্বকাপের রিপোর্টিং করতে এসেছেন ৷
এদিনের ম্যাচ দেখতে এসেছিলেন 24 বছরের আফগান গুল ৷ তিনি বলেন, "ভারতে আমি পড়তে এসছি, এই ম্যাচ দেখার জন্য আমি 2টি টিকিট পেয়েছিলাম, এটা আমার কাজে দারুণ মুহূর্ত ৷ আমি এখানে আসতে পেরে খুব উচ্ছ্বসিত, গরম কোনও ব্যাপার নয় ৷ আমরা চাই হাসমাতুল্লাহ শাহিদির নেতৃত্বে আমাদের দলের জয় ৷" ভারতীয় সমর্থকরাও এদিন বিরাট কোহলিদের টিম ইন্ডিয়ার জার্সি পরে প্রিয় দলের সমর্থনে গলা ফাটিয়েছেন ৷ স্টেডিয়ামের স্ট্যান্ডের 31 হাজার দর্শকের উপস্থিতি এদিন ম্যাচের উত্তজনাকে নয়া মাত্রায় পৌঁছে দেন ৷
ভিসা পেলেন পাক সাংবাদিকরা
এদিনের আরও একটি বড় খবর হল, ভারতে আসার ভিসার জন্য যেসব পাক সাংবাদিকরা অপেক্ষা করছিলেন তাঁরা প্রত্যে এদিন তাঁদের ভিসা পেয়ে গিয়েছেন ৷ ফলে শনিবার আমেদাবাদে যখন মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান তখন সেখানে উপস্থিত থাকতে পারবেন পাক সাংবাদিকরাও ৷ সম্ভবত এবারই প্রথম এরকম ঘটনা ঘটল, যখন পাক ক্রিকেট দলকে কোনও প্রতিযোগিতায় যোগ দিতে সাংবাদিকদের ছাড়াই সেই দেশে যেতে হল ৷ তবে ভিসা পাওয়ায় এবার পাকিস্তানের সাংবাদিক-সহ প্রায় 60 জন সাংবাদিক শনিবার মোতেরার ম্যাচ দেখতে উপস্থিত থাকবেন স্টেডিয়ামে ৷ আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপি-এর সাংবাদিকও আছেন সেই দলে ৷
পাকিস্তানের খেলের সময় স্টেডিয়ামের প্রেসবক্সে সেদেশের সাংবাদিকদের উপস্থিতি গোটা পরিবেশে অন্য মাত্রা এনে দেয় ৷ ভারত-পাক ম্যাচের সময় যা বরাবর অন্য মাত্রা পায় ৷ এবার যখন প্রেসবক্সে সীমান্তপারের সাংবাদিকরাও যোগ দেবেন তখন ম্যাচের পরিবেশও স্বাভাবিকভাবে চিত্তাকর্ষক হয়ে উঠবে ৷