নয়াদিল্লি, 9 অক্টোবর: আইপিএলে সুযোগ পেয়েই গতিতে বাজিমাত করেছিলেন করেছিলেন ৷ আইপিএলের ইতিহাসে দ্রুততম ডেলিভারিটি করে দিনকয়েক আগেই নাম তুলে ফেলেছিলেন রেকর্ডবুকে ৷ সানরাইজার্স হায়দরাবাদ প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেলেও তাঁর ধারাবাহিক গতি চলতি আইপিএলে সাম্প্রতিক সময়ের সবচেয়ে চর্চিত বিষয় ছিল ৷ তারই পুরস্কার পেলেন জম্মু-কাশ্মীরের নয়া স্পিডস্টার উমরান মালিক ৷
ফ্র্যাঞ্চাইজি লিগে আশ্বস্ত করে আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলের নেট বোলার হিসেবে জায়গা করে নিলেন উমরান ৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র সংবাদসংস্থা এএনআই'কে জানিয়েছে, হ্যাঁ , উমরান নেট বোলার হিসেবে দলের সঙ্গে থেকে যাচ্ছে ৷ আইপিএলে ছেলেটা যথেষ্ট নজর কেড়েছে তাই আমাদের মনে হয়েছে নেটে ব্যাটাররা তাঁকে ফেস করলে সেটা দলের পক্ষে ভাল হবে ৷ কোহলি-রোহিতদের মত ব্যাটারদের নেটে বোলিং করা ওঁর ভবিষ্যতের জন্যেও দারুণ হবে ৷