পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Umran Malik : গতিতে আশ্বস্ত করে বিশ্বকাপে নেট বোলার হিসেবে ডাক পেলেন উমরান

ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র সংবাদসংস্থা এএনআই'কে জানিয়েছে, উমরান নেট বোলার হিসেবে দলের সঙ্গে থেকে যাচ্ছে ৷ আইপিএলে ছেলেটা যথেষ্ট নজর কেড়েছে তাই আমাদের মনে হয়েছে নেটে ব্যাটাররা ওঁকে ফেস করলে সেটা দলের পক্ষে ভাল হবে ৷

Umran Malik
গতিতে আশ্বস্ত করে বিশ্বকাপে নেট বোলার হিসেবে ডাক পেলেন উমরান

By

Published : Oct 9, 2021, 11:05 PM IST

নয়াদিল্লি, 9 অক্টোবর: আইপিএলে সুযোগ পেয়েই গতিতে বাজিমাত করেছিলেন করেছিলেন ৷ আইপিএলের ইতিহাসে দ্রুততম ডেলিভারিটি করে দিনকয়েক আগেই নাম তুলে ফেলেছিলেন রেকর্ডবুকে ৷ সানরাইজার্স হায়দরাবাদ প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেলেও তাঁর ধারাবাহিক গতি চলতি আইপিএলে সাম্প্রতিক সময়ের সবচেয়ে চর্চিত বিষয় ছিল ৷ তারই পুরস্কার পেলেন জম্মু-কাশ্মীরের নয়া স্পিডস্টার উমরান মালিক ৷

ফ্র্যাঞ্চাইজি লিগে আশ্বস্ত করে আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলের নেট বোলার হিসেবে জায়গা করে নিলেন উমরান ৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র সংবাদসংস্থা এএনআই'কে জানিয়েছে, হ্যাঁ , উমরান নেট বোলার হিসেবে দলের সঙ্গে থেকে যাচ্ছে ৷ আইপিএলে ছেলেটা যথেষ্ট নজর কেড়েছে তাই আমাদের মনে হয়েছে নেটে ব্যাটাররা তাঁকে ফেস করলে সেটা দলের পক্ষে ভাল হবে ৷ কোহলি-রোহিতদের মত ব্যাটারদের নেটে বোলিং করা ওঁর ভবিষ্যতের জন্যেও দারুণ হবে ৷

আরও পড়ুন: আইপিএল অভিষেকেই রেকর্ড গড়লেন উমরান

উল্লেখ্য, গত রবিবার কেকেআর-এর বিরুদ্ধে আইপিএল অভিষেকেই নজর কাড়েন উমরান মালিক। নাইটের বিরুদ্ধে ঘণ্টায় 151.03 কিলোমিটার বেগে বল করে রেকর্ড গড়েন জম্মু-কাশ্মীর পেসার ৷ এরপর বুধবার আরসিবির বিরুদ্ধে ঘণ্টায় 153 কিমি গতিবেগে বল করে নিজেই নিজের রেকর্ড ভাঙেন উমরান ৷ সানরাইজার্স পেসার টি নটরাজন কোভিড-19 আক্রান্ত হওয়ার পর পরিবর্ত হিসেবে উমরানকে দলে নেয় হায়দরাবাদ ৷

ABOUT THE AUTHOR

...view details