কেপটাউন, 9 অগস্ট:গলফ টুর্নামেন্ট খেলে বন্ধুদের সঙ্গে ফিরছিলেন বাড়ির পথে ৷ কিন্তু সশরীরে আর বাড়ি ফেরা হল না প্রাক্তন আইসিসি এলিট প্যানেল আম্পায়ার রুডি কোয়ের্টজেনের (Rudi Koertzen) ৷ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন 331টি আন্তর্জাতিক ম্যাচের দায়িত্ব সামলানো প্রোটিয়া আম্পায়ার (Umpire Rudi Koertzen Dies at 73 in a Car Accident) ৷
ছেলে রুডি কোয়ের্টজেন জুনিয়র দক্ষিণ আফ্রিকার একটি সংবাদমাধ্যমে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছেন, "কয়েকজন বন্ধুর সঙ্গে বাবা একটি গলফ টুর্নামেন্ট খেলতে গিয়েছিল ৷ সোমবারই ঘরে ফেরার কথা ছিল তাঁর ৷ কিন্তু তারা সেখানে আরও একদিন থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ৷" দুর্ঘটনার নির্দিষ্ট স্থান এখনও পর্যন্ত জানা না-গেলেও কেপটাউন থেকে ইস্টার্ন কেপে ফেরার রাস্তাতেই গাড়ি দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনার সময় বছর তিয়াত্তরের কোয়ের্টজেন নিজেই চালকের আসনে ছিলেন বলে খবর ৷
2002-2010 টানা আটবছর আইসিসি-র এলিট প্যানেলে থাকা প্রোটিয়া এই আম্পায়ারের ঝুলিতে রয়েছে 100টিরও বেশি টেস্ট ম্যাচের দায়িত্ব সামলানোর নজির ৷ স্টিভ বাকনার এবং আলিম দার ছাড়া এই বিরল কৃতিত্ব আর কারও ঝুলিতে নেই ৷ এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হওয়ার দশ বছর আগে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় একদিনের ম্যাচে আন্তর্জাতিক কেরিয়ারে আত্মপ্রকাশ করেন রুডি ৷ 2010 শেষবারের জন্য কোনও আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব সামলেছিলেন তিনি ৷