পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Rudi Koertzen Dies: গাড়ি দুর্ঘটনায় নিহত রুডি কোয়ের্টজেন, 'স্লো ডেথ'-এর মৃত্যুতে সেহওয়াগ-যুবিদের শোকজ্ঞাপন - Umpire Rudi Koertzen Dies at 73 in a Car Accident

গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন 331টি আন্তর্জাতিক ম্যাচের দায়িত্ব সামলানো প্রোটিয়া আম্পায়ার রুডি কোয়ের্টজেন (Rudi Koertzen) ৷ ছেলে রুডি কোয়ের্টজেন জুনিয়র দক্ষিণ আফ্রিকার একটি সংবাদমাধ্যমে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ৷ 2002-2010 টানা আটবছর আইসিসি-র এলিট প্যানেলে থাকা প্রোটিয়া আম্পায়ার কোয়ের্টজেনের ঝুলিতে রয়েছে 100টিরও বেশি টেস্ট ম্যাচের দায়িত্ব সামলানোর নজির ৷

Rudi Koertzen Dies
গাড়ি দুর্ঘটনায় নিহত রুডি কোয়ের্টজেন

By

Published : Aug 9, 2022, 8:28 PM IST

কেপটাউন, 9 অগস্ট:গলফ টুর্নামেন্ট খেলে বন্ধুদের সঙ্গে ফিরছিলেন বাড়ির পথে ৷ কিন্তু সশরীরে আর বাড়ি ফেরা হল না প্রাক্তন আইসিসি এলিট প্যানেল আম্পায়ার রুডি কোয়ের্টজেনের (Rudi Koertzen) ৷ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন 331টি আন্তর্জাতিক ম্যাচের দায়িত্ব সামলানো প্রোটিয়া আম্পায়ার (Umpire Rudi Koertzen Dies at 73 in a Car Accident) ৷

ছেলে রুডি কোয়ের্টজেন জুনিয়র দক্ষিণ আফ্রিকার একটি সংবাদমাধ্যমে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছেন, "কয়েকজন বন্ধুর সঙ্গে বাবা একটি গলফ টুর্নামেন্ট খেলতে গিয়েছিল ৷ সোমবারই ঘরে ফেরার কথা ছিল তাঁর ৷ কিন্তু তারা সেখানে আরও একদিন থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ৷" দুর্ঘটনার নির্দিষ্ট স্থান এখনও পর্যন্ত জানা না-গেলেও কেপটাউন থেকে ইস্টার্ন কেপে ফেরার রাস্তাতেই গাড়ি দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনার সময় বছর তিয়াত্তরের কোয়ের্টজেন নিজেই চালকের আসনে ছিলেন বলে খবর ৷

2002-2010 টানা আটবছর আইসিসি-র এলিট প্যানেলে থাকা প্রোটিয়া এই আম্পায়ারের ঝুলিতে রয়েছে 100টিরও বেশি টেস্ট ম্যাচের দায়িত্ব সামলানোর নজির ৷ স্টিভ বাকনার এবং আলিম দার ছাড়া এই বিরল কৃতিত্ব আর কারও ঝুলিতে নেই ৷ এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হওয়ার দশ বছর আগে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় একদিনের ম্যাচে আন্তর্জাতিক কেরিয়ারে আত্মপ্রকাশ করেন রুডি ৷ 2010 শেষবারের জন্য কোনও আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব সামলেছিলেন তিনি ৷

আরও পড়ুন: কাঁধের চোটে নেই বুমরা, 'বিরাট' প্রত্যাবর্তনে এশিয়া কাপের দল ঘোষণা ভারতের

যে কোনও আউটের সিদ্ধান্ত জানানোর সময় আঙুল তুলতে কোয়ের্টজেন এতোটাই সময় নিতেন, যে ধীরে ধীরে ক্রিকেটমহলে তিনি পরিচিত হয়ে যান 'স্লো ডেথ' নামে ৷ অবসরের পর কেরিয়ারের অভিজ্ঞতা তুলে ধরে একটি বইও লিখেছিলেন কোয়ের্টজেন ৷ 'স্লো ডেথ: মেমোরিস অফ এ ক্রিকেট আম্পায়ার' শীর্ষক বইতে 2007 বিশ্বকাপের বিতর্কের কাহিনিও তুলে ধরেন তিনি ৷

কোয়ের্টজেনের মৃত্যুতে শোকবার্তা জ্ঞাপন করে বীরেন্দ্র সেহওয়াগ টুইটারে একটি ছবি পোস্ট করে লেখেন, "ওঁর সঙ্গে মধুর সম্পর্ক ছিল ৷ যখনই আমি কোনও বিপজ্জনক শট খেলতাম তখন ওঁ আমায় এসে বলত, 'বুদ্ধি করে খেল, আমি তোমার খেলা দেখতে চাই আরও ৷'" যুবরাজ শোকবার্তায় জানান, ক্রিকেটে আমার দেখা অন্যতম সেরা আম্পায়ার ৷ সিদ্ধান্ত নেওয়ার তীক্ষ্ণ ক্ষমতার জন্য সুপরিচিত ছিলেন উনি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details