মুম্বই, 25 মে : ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য 2 জুন ইংল্যান্ডের বিমান ধরবে ভারতীয় দল ৷ তার আগে মুম্বইয়ে 14 দিনের কোয়ারানটিন পর্ব কাটাতে হচ্ছে বিরাট কোহলিদের ৷ 19 মে থেকে মুম্বইয়ে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়েছে পুরো স্কোয়াড ৷ তবে আইপিএলে জৈব সুরক্ষা বলয় ভেদ করে ভাইরাস প্রবেশ করেছিল ৷ সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রতিটি খেলোয়াড়কে আলাদাভাবে কোয়ারানটিনে রেখেছে বিসিসিআই ৷ ফলে আপাতত নিঃসঙ্গ হয়ে কাটাতে হচ্ছে বিরাটদের ৷
ইংল্যান্ডের বিমান ধরার আগে পুরো দল একত্রিত হতে পারবে ৷ তবে ক্রিকেটারদের পছন্দ অপছন্দের কথা মাথায় রেখেছে বোর্ড ৷ ফিটনেস ফ্রিক বিরাট কোহলির জন্য রুমের মধ্যেই জিমের ব্যবস্থা করা হয়েছে ৷ তবে সাতদিন পার হওয়ার পর ক্রিকেটাররা একত্রে ওয়ার্ক আউট করতে পারবেন ৷ এই বিষয়ে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের এক কর্তা বলেছেন, "কোহলি এবং দলের বাকি সদস্য এবং যারা আগে থেকেই জৈব সুরক্ষা বলয়ে রয়েছে তাদের মেলানো হয়নি ৷ সাতদিন কোয়ারানটিনে থাকার পর একত্রিত হতে পারবে ৷ ততদিন পর্যন্ত রুমেই সবরকম সুবিধা পাবেন ক্রিকেটাররা ৷"