অ্যান্টিগুয়া, 3 জুলাই : খেলার মাঠেই অসুস্থ হয়ে পড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের দুই মহিলা ক্রিকেটার ৷ অ্যান্টিগুয়াতে পাকিস্তানের বিরুদ্ধে টি -20 সিরিজ় খেলছে ওয়েস্ট ইন্ডিজ়ের মহিলা ক্রিকেট দল ৷ দ্বিতীয় টি-20 ম্যাচ চলাকালীন 10 মিনিটের ব্যবধানে হঠাৎ দুই ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেটার অসুস্থ হয়ে পড়েন ও সংজ্ঞা হারান ৷ দু’জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ বর্তমানে সুস্থ আছেন তাঁরা ৷
চিনইলি হেনরি প্রথম ক্রিকেটার যিনি অসুস্থ হয়ে পড়েন ৷ পাকিস্তানের ব্যাটিংয়ের চতুর্থ ওভারে অসুস্থ হন তিনি ৷ খেলা থামিয়ে তাঁর কাছে ছুটে যান বাকি ক্রিকেটাররা ৷ পরে তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ৷ ফের খেলা শুরু করা হয় ৷
যদিও খেলা শুরুর 10 মিনিটের মধ্যেই আরও এক ক্রিকেটার চিডিন নেশনও অসুস্থ হয়ে পড়েন ৷ মাঠের মধ্যেই সংজ্ঞা হারান তিনি ৷ ফের খেলা থামিয়ে তাঁর শুশ্রুষা করা হয় ৷