সেঞ্চুরিয়ন, 29 ডিসেম্বর : বক্সিং-ডে টেস্টের তৃতীয়দিন সুপার স্পোর্ট পার্কে বিধ্বংসী মহম্মদ শামি ৷ বঙ্গ পেসারের ডানায় ভর করে দিনের শেষে প্রথম টেস্টে অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়া ৷ সেঞ্চুরিয়নের গ্রিন টপ উইকেটে শামির পাঁচ উইকেটের সৌজন্যে দু'শোর মধ্যেই গুটিয়ে গেল প্রোটিয়া প্রথম ইনিংস ৷ সেইসঙ্গে লাল বলের ক্রিকেটে 200 উইকেটের মাইলস্টোনে পৌঁছে গেলেন বঙ্গ পেসার (Mohammed Shami achieved the milestone of 200 Test wickets) ৷
শামির পাশাপাশি মঙ্গলবার সেঞ্চুরিয়নে মাইলস্টোন গড়লেন আরও এক ভারতীয় ৷ উইকেটের পিছনে দস্তানা হাতে তরুণ ঋষভ পন্থ এদিন যে নজিরটা গড়লেন, তা ঈর্ষণীয়ও বটে ৷ এমএস ধোনি, ঋদ্ধিমান সাহাকে টপকে সবচেয়ে কম টেস্ট খেলে এদিন 100 শিকারের নজির গড়লেন পন্থ (Rishabh Pant becomes the fastest Indian wicket keeper to reach 100 dismissals in Test) ৷ যার মধ্যে 92টি ক্যাচ এবং 9টি স্টাম্প ৷