বার্বাডোজ, 30 জুলাই: খরগোশ নন, তিনি কচ্ছপ ৷ নিজের ফিটনেস এবং বোলিং ওয়ার্ক-লোড নিয়ে এমনটাই জানালেন হার্দিক পান্ডিয়া ৷ দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ভারতের স্ট্যান্ড-ইন অধিনায়ককে তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ঘরের মাঠে অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপের জন্য তিনি নিজেকে তৈরি করছেন ৷ সেই কারণে, ধীরে ধীরে নিজের বোলিং ওয়ার্ক-লোড বাড়াচ্ছেন হার্দিক ৷
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে বোলার হিসেবে খুব কমই দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়াকে ৷ মূলত, 2018 চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরদাঁড়ায় চোট পেয়ে মাঠের বাইরে যেতে হয়েছিল হার্দিককে ৷ তার পর মাঠে ফিরেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি ৷ শুরুতে ব্যাটিং এবং ফিল্ডিং করেছিলেন ৷ পরবর্তী সময়ে এক বা দু’ওভার বল করলেও, কখনই নিজের সেরাটা মাঠে দিতে পারেননি ৷ এই পরিস্থিতিতে সম্প্রতি নিজের ফিটনেসের উপরে কাজ করেছেন হার্দিক ৷ আইপিএল-এর পর চলতি সিরিজেও নতুন বলেও রান-আপ নিতে দেখা গিয়েছে তাঁকে ৷
কিন্তু, কখনই 3 বা 4 ওভারের বেশি করেননি হার্দিক পান্ডিয়া ৷ কিন্তু, বিশ্বকাপের মঞ্চে রোহিত শর্মা প্রয়োজনে যে কোনও সময় তাঁর দিকে যেতে পারেন ৷ তখন কী করবেন হার্দিক ? যার জবাবে ভারতীয় দলের সহ-অধিনায়ক বলেন, ‘‘আমার শরীর একেবারে ঠিক আছে ৷ আমি অনেক বেশি ওভার বল করছি এবং বিশ্বকাপের জন্য নিজের ওয়ার্ক-লোড বাড়াচ্ছি ৷ আমি এই মুহূর্তে একটা কচ্ছপ, খরগোশ নই ৷ আর আশা করছি বিশ্বকাপ যত এগিয়ে আসবে, ততই সবকিছু একেবারে সঠিক হয়ে যাবে ৷’’
আরও পড়ুন:এনসিএ’তে থাকা সিনিয়র প্লেয়ারদের নিয়ে নিশ্চিত নয় দল, ভয়ংকর দাবি রাহুলের
তবে, বোলিংয়ের ওয়ার্ক-লোড ম্যানেজ করলেও, সাম্প্রতিক সময়ের মধ্যে তাঁর ফর্ম কি পড়ে গিয়েছে ? সেই প্রশ্নও উঠছে ৷ কারণ, আইপিএল-এর সময় হার্দিকের ব্যাটিং ও বোলিং ফর্ম দূরন্ত ছিল ৷ কিন্তু, মাঝে 3 মাসের বিরতিতে আগের ধার চোখে পড়েনি হার্দিকের ব্যাটি-বোলিংয়ে ৷ বিশেষত, ব্যাটিংয়ের ক্ষেত্রে ৷ এই মুহূর্তে 6 বা 7 নম্বরে ভারতের অন্যতম ভরসা হিসেবে হার্দিক পান্ডিয়াকেই ভাবছে টিম ম্যানেজমেন্ট ৷ কিন্তু, সেই পর্যায়ে দলের হয়ে খেলার পরিস্থিতিতে হার্দিক রয়েছেন কিনা, সেটা সময় এলেই বোঝা যাবে ৷