লন্ডন, 1 অক্টোবর: ঝুলিতে 604 টেস্ট উইকেট ৷ লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বাধিক এবং সামগ্রিকভাবে বিশ্বের পঞ্চম সর্বাধিক উইকেট শিকারি তিনি ৷ দেশের প্রাক্তন স্পিডস্টার স্টুয়ার্ট ব্রডকে বিশেষ সম্মান প্রদান করল নটিংহ্যামশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব ৷ ক্লাবের হোম গ্রাউন্ড ট্রেন্টব্রিজের প্যাভিলিয়ন এন্ড বদল হয়ে হচ্ছে প্রাক্তন পেসারের নামে ৷ শুক্রবার সোশাল মিডিয়ায় এমনটাই ঘোষণা করেছে নটিংহ্যামশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব ৷
টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ফাস্ট বোলারের সঙ্গে ট্রেন্টব্রিজের একাধিক সুখস্মৃতি জুড়ে রয়েছে ৷ তার মধ্যে রয়েছে 2011 ভারতের বিরুদ্ধে টেস্ট হ্যাটট্রিক (এই স্টেডিয়ামে হ্যাটট্রিকের নজির আর কোনও বোলারের নেই) ৷ আর একটি অবশ্যই 2015 অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 15 রানে 8 উইকেট ৷ ব্রডের এই স্পেল ট্রেন্টব্রিজের 200 বছরের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সেরা ৷
সবচেয়ে মজার বিষয় হল, ইংরেজ পেসার জোড়া কীর্তিই গড়েছিলেন স্টেডিয়ামের প্যাভিলিয়ন এন্ড থেকে ৷ তাই ট্রেন্টব্রিজে ব্রডের দুরন্ত সব কীর্তির কথা মাথায় রেখে তাঁকে বিশেষ সম্মান প্রদান করল নটিংহ্যামশায়ার ক্রিকেট ক্লাব ৷ স্বভাবতই এই সম্মানে আপ্লুত ব্রড ৷