মুম্বই, 20 নভেম্বর:ট্রফি জয়ের স্বপ্ন পূর্ণ হয়নি ভারতীয় দলের ৷ তবে বিশ্বকাপ মাতিয়ে রেখেছিল টিম ইন্ডিয়া ৷ নিজেদের গড়ে ট্রফি জিততে না পারলেও বেশকিছু অবিস্মরণীয় পারফরম্যান্স উপহার দিয়েছে তারা ৷ সুপার পারফর্মারদের নাম করলে অবশ্যই সর্ব প্রথম উঠে আসবে বিরাট কোহলির নাম ৷ গোটা টুর্নামেন্টে 765 রান করে তিনি ছিনিয়ে নিয়েছেন 'প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট'-এর ট্রফিও ৷ তবে বিরাট ছাড়াও ভারত ও অন্যান্য দলের বেশ কয়েকজন খেলোয়াড় বিশ্বকাপে নজর কেড়েছেন ৷ আসুন দেখে নেওয়া যাক বিরাট ছাড়া চলতি বিশ্বকাপের সেরা পাঁচ পারফর্মারকে ৷
রোহিত শর্মা:'নির্ভীক' অধিনায়ক হিসাবে চলতি বিশ্বকাপে অবশ্যই নজর কাড়লেন রোহিত শর্মা ৷ 11 ম্যাচে 597 রান করে বিশ্বকাপ শেষ করলেন তিনি ৷ যদিও তাঁর এই মনোভাবের সমালোচনাও করেছেন কেউ কেউ ৷ তবে একথা ঠিক যে দলের জন্য় নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি ৷ প্রতি ম্যাচেই স্বকীয় ভঙ্গিতে ধ্বংস করেছেন বোলারদের ৷ 125.94 স্ট্রাইক রেটে টুর্নামেন্ট জুড়ে রান করে গেলেন তিনি ৷ পাকিস্তানের বিরুদ্ধে 86 রানের ইনিংস খেলে বিরুদ্ধ দলকে ধ্বংস করে দেন তিনি ৷ যদিও সংখ্যা বলবে মাত্র একটি শতরান রয়েছে তাঁর ঝুলিতে ৷ তবে তিনি সত্যিই উপহার দিয়েছেন কিছু অসাধারণ শট ৷
মহম্মদ শামি: মহম্মদ শামির জন্য এই বিশ্বকাপ ছিল রূপকথার মতোই ৷ বাতিল ঘোড়ার মতো রিজার্ভ বেঞ্চেই তিনি শুরু করেছিলেন বিশ্বকাপের সফর ৷ হার্দিক পান্ডিয়ার চোটের জেরে চলতি বিশ্বকাপ থেকে বাদ পড়ে যান ৷ ফলে চারটি ম্য়াচ হয়ে যাওয়ার পর দলে আনা হয় শামিকে ৷ 12.20 গড়ে 24টি উইকেট তুলে নেন তিনি ৷ 'আমরোহা এক্সপ্রেস'-এর সামনে কার্যত দিশেহারা হয়ে পড়েন ব্যাটাররা ৷ সেমিতে তো 7 উইকেটও তুলে নেন তিনি ৷ সদ্য-সমাপ্ত টুর্নামেন্টেই তিনি বিশ্বকাপে দ্রুততম 50 উইকেট শিকারের নজির গড়েন ৷