অকল্যান্ড, 29 জুন : ক্যান্সার আক্রান্ত 8 বছরের এক শিশুর পাশে দাঁড়ালেন নিউজিল্যান্ডের ডান হাতি মিডিয়াম পেসার টিম সাউদি ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিনি যে জার্সি পড়ে খেলেছিলেন, সেটিকে নিলাম করছেন সাউদি ৷ ওই শার্টটি গোটা নিউজিল্যান্ড দলের ক্রিকেটাররা সই করে দিয়েছেন ৷ প্রসঙ্গত, প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে টেস্ট সেরার শিরোপা জিতেছে ব্ল্যাক ক্যাপসরা ৷
ফাইনালে ভারতের দ্বিতীয় ইনিংসের সময় নিউজিল্যান্ডের হয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন টিম সাউদি ৷ বল হাতে যেমন তিনি দলকে ভরসা জুগিয়েছেন ৷ তেমনি একজন মানুষ হিসেবে তিনি 8 বছরের ছোট্ট হোলি বিয়েটির পাশে দাঁড়িয়েছেন ৷ 2018 সাল থেকে নিউরোব্লাস্টোমা নামে এক বিরল ক্য়ানসারে আক্রান্ত হোলি ৷ সাউদি জানিয়েছেন, তিনি হোলির ক্যানসার সম্পর্কে গত দু’বছর ধরে জানেন ৷ তখন থেকেই তাঁকে সাহায্য করছেন 32 বছরের এই কিউয়ি মিডিয়াম পেসার ৷