কলকাতা, 10 জানুয়ারি: 12 জানুয়ারি ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) দ্বিতীয় একদিনের ম্যাচের আগে ইডেন গার্ডেন্সে পরিদর্শন করলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Three-Tier Security at Eden Gardens for India-Sri Lanka Match) ৷ সঙ্গে ছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকরা ৷ একদিনের আন্তর্জাতিকের আগে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রুটিন এই পরিদর্শন করেন বিনীত গোয়েল ৷ ম্যাচের দিন মাঠে ঢোকার আগে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা ৷ জানা গিয়েছে, ম্যাচের দিন মাঠে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷
বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের নিরাপত্তার দায়িত্ব থাকবে কলকাতা পুলিশের হাতে ৷ কোথায়, কেমন নিরাপত্তা প্রয়োজন ? ম্যাচের কতক্ষণ আগে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ করানো হবে ? স্টেডিয়ামের ভিতর ও বাইরে কত পুলিশকর্মী মোতায়েন করা হবে, এই সব নিয়ে আলোচনা হয়েছে ৷ ভারত ও শ্রীলঙ্কা দল বুধবার দুপুরে গুয়াহাটি থেকে শহরে ঢুকবেন ৷ সেখানেও কলকাতা পুলিশের তরফে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে খেলোয়াড়দের জন্য ৷ ওইদিন ক্রিকেটারদের অনুশীলনের বিষয়টি ঐচ্ছিক রাখা হয়েছে ৷