মুম্বই, 27 জুন: 2023 বিশ্বকাপের সব ম্যাচই চ্যালেঞ্জিং হতে চলেছে ৷ বিশ্বকাপ সূচি প্রকাশিত হওয়ার পর এমনই প্রতিক্রিয়া দিলেন রোহিত শর্মা ৷ আইসিসি-র প্রকাশিত একটি বিবৃতিতে রোহিতের বক্তব্য নিয়ে তিনি জানান, এই বিশ্বকাপ যথেষ্ঠ প্রতিযোগিতামূলক হতে চলেছে ৷ কারণ, আগের থেকে 50 ওভারের ক্রিকেটে অনেক বেশি গতি ও প্রতিযোগিতা বেড়েছে ৷ এমনকি সবক’টি দলই মাঠে অনেক বেশি ইতিবাচক ভঙ্গিতে খেলছে বলে জানান তিনি ৷
ভারত এবারের বিশ্বকাপে আমেদাবাদ, কলকাতা, লখনউ, দিল্লি, মুম্বই ও বেঙ্গালুরু-সহ মোট 9টি ভেন্যুতে এই বিশ্বকাপে খেলবে ৷ যেখানে বাকি দলগুলি একটি মাঠে একের বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে ৷ সেখানে ঘরের মাঠে ম্যাচ হলেও ভারতকে অনেক বেশি ঘুরতে হবে ৷ কিন্তু, সে নিয়ে ভাবছেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ বরং ঘরের মাঠে খেলা হলেও, ভারতীয় পরিবেশে প্রতিটি দল প্রতিযোগিতায় শক্তিশালী বলে মনে করেন রোহিত ৷ তিনি বলেন, ‘‘বিশ্বকাপ যথেষ্ঠ প্রতিযোগিতামূলক হতে চলেছে ৷ খেলা এখন অনেক বেশি গতি সম্পন্ন হয়েছে এবং আগের থেকে সব দল অনেক বেশি ইতিবাচক ভঙ্গিতে খেলছে ৷’’
আরও পড়ুন:5 নভেম্বর ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা, দীপাবলিতে নন্দনকাননে নামছে পাকিস্তান