পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Rohit on WC 2023: বিশ্বকাপে অনেক বেশি প্রতিযোগিতামূলক হতে চলেছে, মত রোহিতের - ভারত অধিনায়ক রোহিত শর্মা

এবারের বিশ্বকাপ দর্শকরা অনেক বেশি উপভোগ করতে চলেছেন ৷ আজ আইসিসি-কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ আর ভারতীয় দল বিশ্বকাপে ভালোভাবে প্রস্তুতি নিয়েই নামবে বলে জানালেন তিনি ৷

Rohit on WC 2023 ETV BHARAT
Rohit on WC 2023

By

Published : Jun 27, 2023, 6:58 PM IST

মুম্বই, 27 জুন: 2023 বিশ্বকাপের সব ম্যাচই চ্যালেঞ্জিং হতে চলেছে ৷ বিশ্বকাপ সূচি প্রকাশিত হওয়ার পর এমনই প্রতিক্রিয়া দিলেন রোহিত শর্মা ৷ আইসিসি-র প্রকাশিত একটি বিবৃতিতে রোহিতের বক্তব্য নিয়ে তিনি জানান, এই বিশ্বকাপ যথেষ্ঠ প্রতিযোগিতামূলক হতে চলেছে ৷ কারণ, আগের থেকে 50 ওভারের ক্রিকেটে অনেক বেশি গতি ও প্রতিযোগিতা বেড়েছে ৷ এমনকি সবক’টি দলই মাঠে অনেক বেশি ইতিবাচক ভঙ্গিতে খেলছে বলে জানান তিনি ৷

ভারত এবারের বিশ্বকাপে আমেদাবাদ, কলকাতা, লখনউ, দিল্লি, মুম্বই ও বেঙ্গালুরু-সহ মোট 9টি ভেন্যুতে এই বিশ্বকাপে খেলবে ৷ যেখানে বাকি দলগুলি একটি মাঠে একের বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে ৷ সেখানে ঘরের মাঠে ম্যাচ হলেও ভারতকে অনেক বেশি ঘুরতে হবে ৷ কিন্তু, সে নিয়ে ভাবছেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ বরং ঘরের মাঠে খেলা হলেও, ভারতীয় পরিবেশে প্রতিটি দল প্রতিযোগিতায় শক্তিশালী বলে মনে করেন রোহিত ৷ তিনি বলেন, ‘‘বিশ্বকাপ যথেষ্ঠ প্রতিযোগিতামূলক হতে চলেছে ৷ খেলা এখন অনেক বেশি গতি সম্পন্ন হয়েছে এবং আগের থেকে সব দল অনেক বেশি ইতিবাচক ভঙ্গিতে খেলছে ৷’’

আরও পড়ুন:5 নভেম্বর ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা, দীপাবলিতে নন্দনকাননে নামছে পাকিস্তান

তবে, এ সবের মধ্যে সবচেয়ে বেশি ফায়দা তুলবেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ম্যাচ দেখতে আসা দেশগুলি ৷ রোহিত বলেন, ‘‘এই সমস্ত তর্ক-বিতর্কগুলি ফ্যানদের জন্য ভালো ৷ অনেক উত্তেজনাময় মুহূর্ত মাঠের মধ্যে তাঁরা উপভোগ করবেন ৷ আর আমরা আরও ভালোভাবে প্রস্তুত হয়ে অক্টোবর-নভেম্বর মাসে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি ৷’’

আরও পড়ুন:বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনাল ইডেনে, ভারত-পাক দ্বৈরথ নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই

গত বিশ্বকাপ থেকে রাউন্ড-রবিন ফরম্যাটে খেলা শুরু হয়েছে ৷ এবারেও সেই একই পদ্ধতিতে খেলা হবে ৷ প্রথম লিগ পর্যায়ে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে ৷ মোট 10টি দল 9টি করে ম্যাচ খেলবে ৷ সব মিলিয়ে টুর্নামেন্টে 45টি ম্যাচ হবে লিগ পর্যায়ে ৷ টুর্নামেন্টে মোট 6টি ম্যাচ দিনের বেলায় হবে ৷ সেই ম্যাচগুলি শুরু হবে সকাল সাড়ে 10টা থেকে ৷ আর বাকি দিন-রাতের ম্যাচগুলি শুরু হবে বেলা 2টো থেকে ৷ এমনকি দু’টি সেমি-ফাইনাল ও ফাইনাল ম্যাচও হবে বেলা 2টো থেকে ৷ নকআউট ম্যাচগুলির জন্য একটি রিজার্ভ-ডে রাখা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details