আমেদাবাদ, 30 সেপ্টেম্বর: এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে পাওয়া চোট, অক্ষর প্যাটেলের ক্রিকেট কেরিয়ারের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়াল ৷ হ্যাঁ, অভিশাপই বটে ৷ এই চোটের কারণেই, গত তিন বছরের লাগাতার পরিশ্রম ব্যর্থ হল ৷ বিশ্বকাপ দলে সুযোগ পেয়েও চোটের কারণে বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে হয়েছে বাঁ-হাতি এই স্পিনিং অলরাউন্ডারকে ৷ বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচ জিতিয়ে ফিরতে পারেননি অক্ষর ৷ সেই আক্ষেপের থেকেও বড় আফসোস, তাঁর ভারতের জার্সিতে বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া হল ৷
আর সেই আক্ষেপ অক্ষরের দাদা সনশিপ প্যাটেলের গলাতেও স্পষ্ট ৷ ইটিভি ভারতকে সনশিপ প্যাটেল বলেন, ‘‘2015 সালের বিশ্বকাপ দলেও নির্বাচিত হয়েছিলেন অক্ষর ৷ কিন্তু, সেখানে কোনও ম্যাচ খেলার সুযোগ পায়নি ও ৷ কিন্তু, 2023 বিশ্বকাপেও চোটের জন্য ভারতের হয়ে ও খেলতে পারবে না ৷ এই খবরে আমরা খুবই হতাশ হয়েছি ৷ আমরা অনেক আশা করেছিলাম, কাঙ্খিত ওয়ান-ডে বিশ্বকাপে অক্ষরকে খেলতে দেখব ৷ বিশেষত, যে ম্যাচগুলি আমেদাবাদে আয়োজিত হবে ৷’’