পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: বারংবার বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ, অক্ষরের চোট নিয়ে আক্ষেপ দাদার গলায় - আইসিসি ক্রিকেট বিশ্বকাপ

Axar Patel Brother Sanship Patel on His Cricket World Cup Dream: ভাইয়ের ক্রিকেট বিশ্বকাপে খেলতে না-পারার আক্ষেপ দাদা সনশিপ প্যাটেল ৷ ইনি ভারতীয় ক্রিকেটার অক্ষর প্যাটেলের দাদা ৷ বিশ্বকাপ থেকে চোটের কারণে ছিটকে যাওয়া অক্ষরকে নিয়ে বিশেষ সাক্ষাৎকার দিলেন ইটিভি ভারতকে ৷

Image Courtesy: ICC Twitter/X
Image Courtesy: ICC Twitter/X

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 9:01 PM IST

আমেদাবাদ, 30 সেপ্টেম্বর: এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে পাওয়া চোট, অক্ষর প্যাটেলের ক্রিকেট কেরিয়ারের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়াল ৷ হ্যাঁ, অভিশাপই বটে ৷ এই চোটের কারণেই, গত তিন বছরের লাগাতার পরিশ্রম ব্যর্থ হল ৷ বিশ্বকাপ দলে সুযোগ পেয়েও চোটের কারণে বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে হয়েছে বাঁ-হাতি এই স্পিনিং অলরাউন্ডারকে ৷ বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচ জিতিয়ে ফিরতে পারেননি অক্ষর ৷ সেই আক্ষেপের থেকেও বড় আফসোস, তাঁর ভারতের জার্সিতে বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া হল ৷

আর সেই আক্ষেপ অক্ষরের দাদা সনশিপ প্যাটেলের গলাতেও স্পষ্ট ৷ ইটিভি ভারতকে সনশিপ প্যাটেল বলেন, ‘‘2015 সালের বিশ্বকাপ দলেও নির্বাচিত হয়েছিলেন অক্ষর ৷ কিন্তু, সেখানে কোনও ম্যাচ খেলার সুযোগ পায়নি ও ৷ কিন্তু, 2023 বিশ্বকাপেও চোটের জন্য ভারতের হয়ে ও খেলতে পারবে না ৷ এই খবরে আমরা খুবই হতাশ হয়েছি ৷ আমরা অনেক আশা করেছিলাম, কাঙ্খিত ওয়ান-ডে বিশ্বকাপে অক্ষরকে খেলতে দেখব ৷ বিশেষত, যে ম্যাচগুলি আমেদাবাদে আয়োজিত হবে ৷’’

কিন্তু, তাঁদের সেই ইচ্ছে এবারেও বাস্তবায়িত হল না ৷ ‘লেফট কোয়াড্রিসেপস স্ট্রেইন’ বা বাঁ-পায়ের ঊরুর হাড়ের মাংসপেশি ছিঁড়ে যাওয়ায় বিশ্বকাপ থেকে বাইরে হয়ে গিয়েছেন অক্ষর প্যাটেল ৷ তাঁর সুস্থ হয়ে মাঠে ফিরতে এখনও প্রায় তিন সপ্তাহ সময় লাগবে ৷ ততদিন বিশ্বকাপের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলে ফেলবে ভারত ৷ আর চোট সারিয়ে ম্যাচে ফিট হওয়ার জন্যও সময় লাগবে অক্ষরের ৷ তাই তাঁকে বাদ দিয়ে অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে 15 জনের দলে খেলানো হয়েছে ৷

আরও পড়ুন:'এটাই আমার শেষ বিশ্বকাপ', ঘোষণা অশ্বিনের

অক্ষরের দাদা বলেন, ‘‘ও দল থেকে বাদ পড়ায় আমরা খুবই কষ্ট পেয়েছি ৷ আমরা চাই ও খুব তাড়াতাড়ি সুস্থ হোক এবং ক্রিকেট মাঠে ফিরে আসুক ৷’’ আশা করা হচ্ছে, বিশ্বকাপ শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি-20 সিরিজে ফের ভারতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে অক্ষরকে ৷

ABOUT THE AUTHOR

...view details