পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Virat Kohli's Poor Performance Continues : দ্বিপাক্ষিক সিরিজে এটাই কি সবচেয়ে খারাপ পারফরম্যান্স কোহলির, কী বলছে পরিসংখ্যান - Kohli scored a duck in ODI for 15th time

ওয়ান-ডে ক্রিকেটে এই নিয়ে 15 বার রানের খাতা না-খুলেই সাজঘরে ফিরলেন কোহলি (Kohli scored a duck in ODI for 15th time) ৷ টপকে গেলেন দিল্লির প্রাক্তন মারকুটে ব্যাটার বীরেন্দ্র সেহওয়াগকে ৷ ঘাড় থেকে নেতৃত্বের চাপ নামলেও বিরাটের ব্যাট এখনও 'খামোশ' ৷

Virat Kohli Poor Performances Continues
দ্বিপাক্ষিক সিরিজে এটাই কি সবচেয়ে খারাপ পারফরম্যান্স কোহলির, কী বলছে পরিসংখ্যান

By

Published : Feb 11, 2022, 7:27 PM IST

Updated : Feb 12, 2022, 11:56 AM IST

আমেদাবাদ, 11 ফেব্রুয়ারি : দেশে হোক কিংবা বিদেশে ৷ প্রত্যেক সিরিজে আগে যেখানে অন্তত একটি শতরান বাধা ছিল তাঁর ব্যাটে, সেই বিরাট কোহলির ব্যাটে বছরের পর বছর এখন শতরানের খরা ৷ সঙ্গে সাম্প্রতিক সময়ে শতরানের পরিবর্তে যে কোনও সিরিজে অন্ততপক্ষে একবার শূন্য রানে সাজঘরে ফিরছেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ অন্যথা হল না ঘরের মাঠে চলতি ক্যারিবিয়ান সিরিজেও ৷ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুক্রবার তৃতীয় ওয়ান-ডে ম্যাচে শূন্য রানে আউট হয়ে ধারা বজায় রাখলেন 'দিল্লি বয়'৷ সঙ্গে বিরাট গড়লেন লজ্জার নজিরও ৷

তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে এটাই (26) বিরাটের সংগৃহীত দ্বিতীয় সর্বনিম্ন রান ৷ এর আগে 2012-13 মরশুমে পাকিস্তানের বিরুদ্ধে তিনটি ইনিংসে 13 রান সংগ্রহ করেছিলেন প্রাক্তন অধিনায়ক ৷ ওই বছরেই প্রোটিয়াদের বিরুদ্ধে তিনম্যাচের সিরিজে মাত্র 31 রান এসেছিল বিরাটের ব্যাটে ৷ অর্থাৎ, গত 9 বছরে তিনম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে এটাই সবচেয়ে খারাপ ব্যাটিং প্রদর্শন কোহলির (This is the worst batting performance of Virat Kohli in a three match bilateral series since 2013) ৷ ঘাড় থেকে নেতৃত্বের চাপ নামলেও বিরাটের ব্যাট এখনও 'খামোশ' ৷

লজ্জার এখানেই শেষ নয় ৷ ওয়ান-ডে ক্রিকেটে এই নিয়ে 15 বার রানের খাতা না-খুলেই সাজঘরে ফিরলেন কোহলি (Kohli scored a duck in ODI for 15th time) ৷ টপকে গেলেন দিল্লির প্রাক্তন মারকুটে ব্যাটার বীরেন্দ্র সেহওয়াগকে ৷ অযাচিত এই নজিরের তালিকায় কোহলির সামনে এখন কেবল সৌরভ গঙ্গোপাধ্যায় (16), যুবরাজ সিং (18) এবং সচিন তেন্ডুলকর (20) ৷

আরও পড়ুন : IND vs WI Third ODI : শ্রেয়স-পন্থের অর্ধশতরান, হোয়াইটওয়াশের লক্ষ্যে ক্যারিবিয়ানদের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা ভারতের

কোহলির পাশাপাশি ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা অন্তিম ওয়ান-ডে ম্যাচে ব্যর্থ ভারতের টপ-অর্ডার ৷ টস জিতে ব্যাটিং নিয়ে 42 রানে তিন উইকেট খোয়ানোর পর দলের হাল ধরে মিডল-অর্ডার ৷ শ্রেয়স আইয়ারের 80 এবং ঋষভ পন্থের 56 রান ভারতকে স্কোরবোর্ডে 265 রান তুলতে সাহায্য করে ৷

Last Updated : Feb 12, 2022, 11:56 AM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details