পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Ravichandran Ashwin: 'এটাই আমার শেষ বিশ্বকাপ', ঘোষণা অশ্বিনের - আইসিসি ক্রিকেট বিশ্বকাপ

Ravichandran Ashwin on His Future Cricket Planning: বিশ্বকাপ শুরুর আগেই বড় ঘোষণা রবিচন্দ্রন অশ্বিনের ৷ জানিয়ে দিলেন, তাঁর বিশ্বকাপ পরবর্তী পরিকল্পনা ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 2:29 PM IST

Updated : Sep 30, 2023, 3:20 PM IST

গুয়াহাটি, 30 সেপ্টেম্বর: এটাই শেষ বিশ্বকাপ রবিচন্দ্রন অশ্বিনের ! শনিবার বিশ্বকাপ সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাৎকারে একথা জানিয়েছেন ভারতীয় অফস্পিনার ৷ তিনি বলেন, "ভারতের হয়ে এটাই আমার সম্ভবত শেষ বিশ্বকাপ ৷" 2023 বিশ্বকাপ দলে তাঁর নির্বাচন ছিল কিছুটা ভাগ্যের ফের ৷ শেষ পর্বে গিয়ে হঠাৎই তাঁর কপালে বিশ্বকাপের শিঁকে ছিড়েছে ৷ তবে, এই সুযোগকে তিনি উপভোগ করতে চান ৷ মাঠে নেমে নিজের সেরাটা দেওয়ার পাশাপাশি, দলের সঙ্গে প্রতিটা মুহূর্তকে উপভোগ করাই অশ্বিনের এই বিশ্বকাপের লক্ষ্য ৷

এদিন ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অশ্বিন বলেন, ‘‘সত্যি বলতে, আমি কখনই ভাবিনি এই জায়গাটায় থাকতে পারব (বিশ্বকাপ দলে নির্বাচন) ৷ তাই প্রতিটি ম্যাচকে উপভোগ করাই আমার আসল লক্ষ্য হবে ৷ গত চার-পাঁচ বছরে আমি এটাই করে এসেছি ৷ এই টুর্নামেন্টে সেটাই করতে চাই ৷’’ তবে, অশ্বিন জানিয়েছেন, এখন কিছু সময়ের জন্য তিনি সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে আসবেন না ৷ তবে, একমাত্র দীনেশ কার্তিক তাঁর সাক্ষাৎকার নেবেন বলেই সম্প্রচারকারী চ্যানেলের সামনে এসেছেন অশ্বিন ৷

ঘরের মাঠে বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে বলতে গিয়েই, বড় সম্ভাবনার কথাটি জানান অশ্বিন ৷ তিনি বলেন, ‘‘এটা পুরোটাই সূক্ষ্ম বৈচিত্র্য এবং চাপ সামলানোর ব্যাপার ৷ আর যেটা করব, সেটা হল দু’দিকে বল ঘোরাবো ৷ তারপর পুরোটাই ভাগ্যের ব্যাপার ৷ আর চাপের বিষয় নিয়ে বলতে গেলে, বিশ্বকাপে সকলের উপরেই একটা চাপ থাকবে ৷’’ তবে, এই মুহূর্তে অশ্বিন মানসিকভাবে তিনি ভালো জায়গায় রয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণী স্পিনার ৷ তিনি বলেন, ‘‘আমি এই টুর্নামেন্টটা উপভোগ করতে চাই ৷ আমি জানি না, আমি একটা কথা বলতে চাই যে, ‘এটা আমার ভারতের হয়ে শেষ বিশ্বকাপ হতে পারে ৷’ তাই আমার কাছে এই টুর্নামেন্টটা উপভোগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷’’

আরও পড়ুন:বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিং রোহিতের, নজরে অশ্বিন

উল্লেখ্য, 2015 সালের অস্ট্রেলিয়ায় আয়োজিত বিশ্বকাপে শেষবার খেলেছিলেন অশ্বিন ৷ তারপর ওয়ান-ডে ফরম্যাটে আইসিসি টুর্নামেন্ট 2018 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ৷ সেখানে ব্যর্থ হওয়ার পরেই অশ্বিনের উপরেই কোপটা পড়েছিল ৷ তারপর কয়েকটি সিরিজে খেললেও, ভারতীয় দলের বিশ্বকাপ পরিকল্পনায় ছিলেন না তিনি ৷ তবে অক্ষর প্যাটেলের চোটের পর, এশিয়া কাপ ফাইনালের সময় ভারতীয় টিম ম্যানেজমেন্টের বিশ্বকাপ পরিকল্পনায় চলে আসেন রবিচন্দ্রন অশ্বিন ৷

Last Updated : Sep 30, 2023, 3:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details