ICC Cricket World Cup 2023: পাঁচ কনিষ্ঠ ক্রিকেটার, যাঁরা পার্থক্য গড়ে দিতে পারেন আসন্ন বিশ্বকাপে - These 5 youngest players will try to make a mark
These 5 youngest players will try to make a mark: বিশ্বকাপ প্রত্যেক বছরই জন্ম দেয় নতুন তারকার ৷ আলোচনার ঊর্ধ্বে উঠে যাঁরা কেড়ে নেন স্পটলাইট ৷ 2023 বিশ্বকাপেও তেমনই একাধিক জুনিয়র ক্রিকেটারের সম্ভাবনা রয়েছে তারকা হয়ে ওঠার ৷ তেমনই 5 জন ক্রিকেটারের সন্ধান দিচ্ছে ইটিভি ভারত ৷
আসন্ন বিশ্বকাপে নজর থাকবে যে কনিষ্ঠ ক্রিকেটারদের দিকে
Published : Oct 1, 2023, 6:30 PM IST
হায়দরাবাদ, 1 অক্টোবর:হাতে আর সময় চারদিনের মতো ৷ তারপরই ভারতের মাটিতে ঢাকে কাঠি ত্রয়োদশ ক্রিকেট বিশ্বকাপের ৷ অভিজ্ঞদের দিয়ে বাজিমাতের চেষ্টায় থাকবে দলগুলো ৷ তবে বিশ্বকাপ প্রত্যেক বছরই জন্ম দেয় নতুন তারকার ৷ আলোচনার ঊর্ধ্বে উঠে যাঁরা কেড়ে নেন স্পটলাইট ৷ 2023 বিশ্বকাপেও তেমনই একাধিক জুনিয়র ক্রিকেটারের সম্ভাবনা রয়েছে তারকা হয়ে ওঠার ৷ তেমনই 5 জন ক্রিকেটারের সন্ধান দিচ্ছে ইটিভি ভারত ৷
- নূর আহমেদ: বয়স মাত্র 18 বছর 253 দিন ৷ 2023 গুজরাত টাইটানসের হয়ে আইপিএল চ্যাম্পিয়ন আফগান এই অর্থোডক্স স্পিনার ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন সব লিগে অংশগ্রহণ করে সমীহ কুড়িয়েছেন ৷ তাই আসন্ন বিশ্বকাপে নজর থাকবে নূর আহমেদের দিকে ৷ এখনও পর্যন্ত 3টি ওডিআই এবং একমাত্র আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলে 6টি উইকেট পেয়েছেন তিনি ৷ রশিদ খানের সঙ্গে ভারতের পিচ সম্পর্কে পরিচিত নূরের জুটি বিপক্ষের চিন্তার কারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷
- আরিয়ান দত্ত: দ্বিতীয় কনিষ্ঠ পেসার হিসেবে 2023 ক্রিকেট বিশ্বকাপে নামছেন ৷ ডাচ স্কোয়াডের ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটারের বয়স মাত্র 20 বছর 118 দিন ৷ ইতিমধ্যেই 25টি ওডিআই ম্যাচ থেকে 20টি উইকেট তুলে নেওয়া আরিয়ান আসন্ন বিশ্বকাপে উঠে আসতেই পারেন পাদপ্রদীপের আলোয় ৷
- রিয়াজ হাসান:আফগান স্কোয়াডের এই ডানহাতি ব্যাটারের বয়স 20 বছর 310 দিন ৷ আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ করতে চলা তৃতীয় কনিষ্ঠ ক্রিকেটার তিনি ৷ 2022 জানুয়ারিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওডিআই আত্মপ্রকাশের পর একটি হাফসেঞ্চুরি-সহ এখনও পর্যন্ত 4 ম্যাচে 120 রান এসেছে রিয়াজের ব্যাটে ৷ বিশ্বকাপে রিয়াজের ব্যাটে বড় ইনিংস দেখার অপেক্ষায় আফগান ক্রিকেট জনতা ৷
- তনজিম হাসান শাকিব: অধিনায়ক শাকিবের পাশাপাশি আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের ভরসা আরও এক শাকিব ৷ এই ফাস্ট বোলারের পুরো নাম তনজিম হাসান শাকিব ৷ ভারতের বিরুদ্ধে সম্প্রতি এশিয়া কাপে ওডিআই আত্মপ্রকাশ করা শাকিব টুর্নামেন্টের চতুর্থ কনিষ্ঠ ক্রিকেটার ৷ দু'টি ম্যাচে 2 উইকেট নিয়ে নির্বাচকদের আস্থা অর্জন করে নেওয়া শাকিব এবার বাজি বিশেষজ্ঞদেরও ৷
- বিক্রমজিৎ সিং: নেদারল্যান্ডসের আরও এক ভারতীয় বংশোদ্ভূত বিক্রমজিৎ সিংকেও তারকা বানাতে পারে 2023 বিশ্বকাপ ৷ একটি সেঞ্চুরি এবং চারটি হাফসেঞ্চুরি সহযোগে 25টি ম্যাচে ডাচ ক্রিকেটারের সংগ্রহে 808 রান ৷ পঞ্জাবে জন্ম নেওয়া এই ক্রিকেটারের দিকে নজর রাখতেই হচ্ছে বিশ্বকাপে ৷