কলকাতা, 7 জুলাই: আগামিকাল ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন ৷ যাঁর আত্মবিশ্বাসে ভর করে দেশের পাশাপাশি, বিদেশেও ম্যাচ জিততে শিখেছিল ভারতীয় ক্রিকেট ৷ সেই সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর 51 বছরের জন্মদিনে নতুন কোনও চমক আনতে চলেছেন ৷ গতকালই তার একটি ঝলক সোশাল মিডিয়ায় দেখিয়েছিলেন সৌরভ ৷ আজ আরও একটি ঝলক দেখালেন তিনি ৷ নিজের কেরিয়ারের সেরা মুহূর্তগুলির কোলাজ তুলে ধরলেন ৷ যার ব্যাকগ্রাউন্ড স্কোরে বাজছে, সেলিম-সুলেমানের সুরে কে কে-র গাওয়া ‘আশায়ে’ ৷
নতুন করে কীসের আশা দেখাচ্ছেন বা দেখছেন সৌরভ ? জন্মদিনে তাঁর কোটি কোটি ভক্তদের কী নতুন চমক দিতে চলেছেন বাংলার মহারাজ ? এমন নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সোশাল মিডিয়ায় তাঁর আজকের ভিডিয়োকে ঘিরে ৷ যেখানে সৌরভের টেস্ট অভিষেক, ন্যাটওয়েস্ট ট্রফি জয়, টনটনে শ্রীলঙ্কার বিরুদ্ধে 183 রানে ইনিংস, 2003 বিশ্বকাপ, 2006 সালে দক্ষিণ আফ্রিকায় প্রত্যাবর্তন, 2007 সালে ইংল্যান্ডের মাটিতে ক্লাসিক অফ ড্রাইভের প্রদর্শন, পাকিস্তানের বিরুদ্ধে বেঙ্গালুরুতে 239 রানের ইনিংস, অস্ট্রেলিয়ার মাঠে তাঁর দাপট এবং অজিদের বিরুদ্ধে সৌরভের শেষ টেস্ট সিরিজ ৷