হায়দরাবাদ, 12 অগস্ট: সোশাল মিডিয়ায় সেলেব্রিটিরা ইনস্টা-পোস্ট করে উপার্জন করেন, সম্প্রতি এমন খবর সামনে আসতেই অনুরাগীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয় ৷ হপার্স ডট কম ওয়েবসাইটে দাবি করা হয়েছে, ক্রিকেট তারকা থেকে সিনে তারকা, সকলেই প্রতি পোস্টের জন্য যথেষ্ট অর্থ উপার্জন করেন ৷ সেই তালিকায় ভারতীয় হিসাবে রয়েছেন দুজন ৷ বিরাট কোহলি ও প্রিয়াঙ্কা চোপড়া ৷ তবে যে টাকার অঙ্ক সংস্থার তরফ থেকে দেওয়া হয়েছিল, তা নাকচ করেছেন ক্রিকেটার বিরাট কোহলি ৷
শুক্রবার হপার্স ডট কম একটি তালিকা প্রকাশ করে, যেখানে বলা হয়েছে 2023-এ সোশাল মিডিয়া বা ইনস্টাগ্রামে একটি পোস্টের জন্য কোনও তারকা কত টাকা উপার্জন করেন ৷ ভারতীয় তারকা হিসাবে ক্রিকেটার বিরাট কোহলি রয়েছেন তালিকার 14 নম্বর স্থানে ৷ ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা 25 কোটি 52 লক্ষ 69 হাজার 526 জন ৷ বিরাট একটি পোস্ট থেকে অর্থ উপার্জন করেন 1.384.000 ডলার ৷ ভারতীয় মুদ্রায় প্রায় 11 কোটি 50 লক্ষ টাকা ৷
এই তথ্য সামনে আসার পর মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বিরাট ৷ শনিবার সকালে তিনি একটি টুইট করে এই খবরের সত্যতা অস্বীকার করেছেন ৷ তিনি বলেন, "আমি জীবনে যা কিছু পেয়েছি তার জন্য কৃতজ্ঞ ও ঋণী ৷ তবে সোশাল মিডিয়ায় আমার পোস্ট থেকে অর্থ উপার্জনের যে খবর রটেছে, তা সত্যি নয় ৷"