পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ইডেনে বসতে চলেছে সৌরভ, ঝুলন, পঙ্কজ ও ডালমিয়ার মূর্তি - পঙ্কজ রায়

ইডেনের প্রবেশদ্বারের দেওয়ালে ইতিমধ্যে কলকাতায় খেলে যাওয়া ভারতীয় ক্রিকেটারদের সেরা সাফল্যের ছবি রয়েছে । মূলভবনের ভেতরে ঢুকলে ভারতীয় এবং বাংলার ক্রিকেটার, প্রশাসকদের ছবি দেখতে পাওয়া যায় । সেখানে ভূমিপুত্র হিসেবে সৌরভ, জগমোহন ডালমিয়া, পঙ্কজ রায়, ঝুলন গোস্বামী ছাড়াও প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট বিশ্বনাথ দত্তের ছবি রয়েছে ।

cab
cab

By

Published : Jun 3, 2021, 7:55 PM IST

কলকাতা, 3 জুন : বাংলার তিন কিংবদন্তি ক্রিকেটার ও প্রশাসককে সম্মান জানাতে চলেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ৷ ঐতিহ্যবাহী ইডেনে বসতে চলেছে পঙ্কজ রায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামী এবং জগমোহন ডালমিয়ার মূর্তি । আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় তাঁদের সাফল্যের স্বীকৃতি দিতেই এই মূর্তি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

করোনা ভাইরাস প্যানডেমিক না হলে একবছর আগেই এই কাজ সম্পন্ন করে ফেলত রাজ্য ক্রিকেটের নিয়ামক সংস্থা । এবার চলতি মাসে বিধি নিষেধের কড়াকড়ি উঠলেই কাজ সেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সিএবি । ইতিমধ্যে ঝুলন ছাড়া বাকি তিন কিংবদন্তীর নামে ইডেনের গ্যালারিতে স্ট্যান্ড রয়েছে । সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেছেন,‘‘আন্তর্জাতিক সাফল্য রয়েছে এই চারজনের । তাঁদের সম্মান জানাতেই এই উদ্যোগ । ভবিষ্যতে আরও কিছু ব্যক্তির মূর্তি কিংবা গ্যালারিতে তাঁদের নামে স্ট্যান্ড তৈরি করার পরিকল্পনা নেওয়া হবে ।’’

ইডেনের প্রবেশদ্বারের দেওয়ালে ইতিমধ্যে কলকাতায় খেলে যাওয়া ভারতীয় ক্রিকেটারদের সেরা সাফল্যের ছবি রয়েছে । মূলভবনের ভেতরে ঢুকলে ভারতীয় এবং বাংলার ক্রিকেটার, প্রশাসকদের ছবি দেখতে পাওয়া যায় । সেখানে ভূমিপুত্র হিসেবে সৌরভ, জগমোহন ডালমিয়া, পঙ্কজ রায়, ঝুলন গোস্বামী ছাড়াও প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট বিশ্বনাথ দত্তের ছবি রয়েছে ।

আরও পড়ুন : বিশ্ব জয়ের লক্ষ্যে বিলেত পাড়ি কোহলিদের

মূর্তি বসানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সিএবির প্রাক্তন কর্তারা । এদের মধ্যে কেউ কেউ প্রবীর সেন অর্থাৎ খোকন সেনের মূর্তি বসানোর পক্ষেও সওয়াল করেছেন । তবে প্রত্যেকেই মানছেন, এইভাবে কিংবদন্তীদের মূর্তি বসিয়ে সম্মান জানানোর উদ্যোগ প্রশংসনীয় । ইতিমধ্যে সিএবির নবরূপে সজ্জিত ইনডোর অনুশীলন রুম তৈরি । কিন্তু গত দেড়বছরের একের পর এক নানা ঘটনা প্রবাহে তার আনুষ্ঠানিক উদ্বোধন করা যায়নি । এবার চার ব্যক্তির মূর্তি বসানোর স্থান নিয়েও দ্বিধা রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details