চণ্ডীগড়, 1 অগস্ট: ক্রিকেটার ঋষভ পন্ত-সহ অনেকের সঙ্গে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ৷ ধৃতের নাম মৃয়াঙ্ক সিং ৷ যিনি আবার নিজেকে পুলিশের এডিজি আলোক কুমার বলে পরিচয় দিয়ে চণ্ডীগড়েও প্রতারণা করেছেন ৷ সম্প্রতি হরিয়ানার পঞ্চকুলা থেকে মৃয়াঙ্ককে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ ৷ তাঁর সাগরেদ রাঘব গোয়েলকে ফরিদাবাদ থেকে গ্রেফতার করা হয় ৷ মূলত, এক ট্রাভেল এজেন্টের অভিযোগে ভিত্তিতে তদন্তে নেমে এই প্রতারককে গ্রেফতার করে পুলিশ ৷ পরবর্তী সময়ে জানা যায়, এই অভিযুক্ত ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত এবং মুম্বইয়ের এক ব্যবসায়ীর সঙ্গেও কোটি টাকার প্রতারণা করেছেন ৷
পুলিশের তরফে জানানো হয়েছে ঋষভ পন্তের সঙ্গে দেড় কোটি টাকার প্রতারণা করেছেন এই মৃয়াঙ্কং সিং ৷ যিনি আগে পেশাদার ক্রিকেটারও ছিলেন ৷ জানা গিয়েছে, 2021 সালের জানুয়ারি মাসে একটি আঞ্চলিক ক্রিকেট অ্যাকাডেমিতে ঋষভের সঙ্গে দেখা করেন মৃয়াঙ্ক ৷ সেখানে নিজেকে একজন ব্য়বসায়ী বলে পরিচয় দিয়েছিলেন তিনি ৷ যিনি নামী-দামি সংস্থা ঘড়ি এবং অন্যান্য সামগ্রীর ব্যবসা করেন ৷ সেই সূত্রে ঋষভ নিজের কিছু পুরনো ঘড়ি এবং ব্যাগ পুনরায় বিক্রির জন্য দিয়েছিলেন মৃয়াঙ্ক সিংকে ৷
জানা গিয়েছে, সেই সময় ঋষভকে দেড় কোটি টাকার একটি চেক দিয়েছিলেন অভিযুক্ত ৷ যেটি পরবর্তী সময় বাউন্স করে ৷ যে ঘটনায় ঋষভ প্রতারণার অভিযোগ দায়ের করেন ৷ সম্প্রতি জলন্ধরের এক ট্রাভেল এজেন্টের সঙ্গে 5 লক্ষ 76 হাজার টাকার প্রতারণা করেন এই মৃয়াঙ্ক সিং ৷ ওই ট্রাভেল এজেন্ট অভিযুক্তকে আঞ্চলিক বিমানের টিকিট এবং হোটেল বুক করে দিয়েছিলেন ৷ এমনকি মোহালিতে তাঁর সঙ্গে দেখা করে 50 হাজার টাকা নগদ নিয়েছিল মৃয়াঙ্ক ৷ 15 দিনের মধ্যে সব টাকা মিটিয়ে দেওয়ার কথা বলেছিলেন ৷ কিন্তু, তার পরেই বেপাত্তা হয়ে যান অভিযুক্ত ৷
আরও পড়ুন:17 বছরের পার্টনারশিপে ইতি, ব্রডের অবসরে একা রয়ে গেলেন প্রিয়বন্ধু জিমি
এই ঘটনায় অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে ৷ জানতে পারে এই অভিযুক্ত ক্রিকেটার ঋষভ পন্ত এবং তারও আগে মুম্বইয়ের এক ব্যবসায়ীর সঙ্গেও প্রতারণা করেছেন ৷ এমনকি নিজেকে পুলিশের এডিজি পরিচয় দিয়ে বহু মানুষের সঙ্গে ঠগবাজি করেছেন বলে অভিযোগ ৷ ওই ব্যবসায়ীর সঙ্গে সোশাল মিডিয়ায় পরিচয় করেন মৃয়াঙ্ক তার পর তাঁর থেকে 6 লক্ষ টাকা নিয়ে প্রতারণা করেন অভিযুক্ত ৷ তবে, পুলিশ সেই ব্যবসায়ী নাম প্রকাশ্যে আনতে চায়নি ৷ হরিয়ানার পঞ্চকুলা থেকে মৃয়াঙ্ক সিং এবং ফরিদাবাদ থেকে তাঁর সঙ্গী রাঘব গোয়েলকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁদের 2 দিনের হেফাজতে নিয়েছে পুলিশ ৷