মুম্বই, 22 অক্টোবর: গতবছর টি-20 বিশ্বকাপে শাহিন আফ্রিদিকে (Shaheen Shah Afridi) সামলাতে রোহিত-রাহুলদের ল্যাজেগোবরে হওয়ার স্মৃতি এখনও টাটকা ৷ রবিবাসরীয় মেলবোর্নে বিশ্বকাপের প্রথম ম্যাচে ফের পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে সেই স্মৃতিই তাড়া করে ফিরছে ভারতীয় অনুরাগীদের (India to face Pakistan on Sunday) ৷ শাহিনকে ঠেকাতে সেই ম্যাচে কী স্ট্র্যাটেজি অবলম্বন করা উচিৎ ৷ মহারণের প্রাক্কালে ভারতীয় ব্যাটারদের পাক বাঁ-হাতি পেসারকে সামলানোর মন্ত্র বাতলে দিলেন সচিন তেন্ডুলকর (Tendulkar tips to Indian batters to deal with Shaheen) ৷ পাক পেসারকে সামলাতে রোহিত-কোহলিদের সোজা ব্যাটে খেলার পরামর্শ দিলেন মাস্টার-ব্লাস্টার ৷
শাহিনকে তাঁর কেরিয়ারে মাস্টার-ব্লাস্টার ফেস করেননি ঠিকই, তবে সর্বকালের অন্যতম সেরা বাঁ-হাতি পেসার ওয়াসিম আক্রমকে (Wasim Akram) খেলোয়াড় জীবনে দক্ষ হাতে সামলেছেন তিনি ৷ সেই অভিজ্ঞতা থেকেই সংবাদসংস্থা পিটিআই'কে দেওয়া সাক্ষাৎকারে সচিন বলেন, "শাহিন একজন আক্রমণাত্মক বোলার এবং ও সবসময় উইকেটের জন্য ঝাঁপায় ৷ হাওয়া এবং গতিকে কাজে লাগিয়ে ব্যাটারকে পরাস্ত করার যাবতীয় রসদ রয়েছে ওর মধ্যে ৷ তাই শাহিনের বিরুদ্ধে নিশ্চিতভাবে সোজা ব্যাটে খেলাই স্ট্র্যাটেজি হওয়া উচিৎ ৷"