পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 22, 2022, 6:34 PM IST

ETV Bharat / sports

Sachin Tendulkar: স্নায়ুযুদ্ধের আগে ভারতীয় ব্যাটারদের আফ্রিদিকে সামলানোর মন্ত্র দিলেন সচিন

শাহিন আফ্রিদিকে ঠেকাতে পাক ম্যাচে কী স্ট্র্যাটেজি অবলম্বন করা উচিৎ ? মহারণের প্রাক্কালে ভারতীয় ব্যাটারদের পাক বাঁ-হাতি পেসারকে সামলানোর মন্ত্র বাতলে দিলেন সচিন তেন্ডুলকর (Tendulkar tips to Indian batters to deal with Shaheen) ৷ পাক পেসারকে সামলাতে রোহিত-কোহলিদের সোজা ব্যাটে খেলার পরামর্শ দিলেন তিনি ৷

Sachin Tendulkar
স্নায়ুযুদ্ধের আগে ভারতীয় ব্যাটারদের আফ্রিদিকে সামলানোর মন্ত্র দিলেন সচিন

মুম্বই, 22 অক্টোবর: গতবছর টি-20 বিশ্বকাপে শাহিন আফ্রিদিকে (Shaheen Shah Afridi) সামলাতে রোহিত-রাহুলদের ল্যাজেগোবরে হওয়ার স্মৃতি এখনও টাটকা ৷ রবিবাসরীয় মেলবোর্নে বিশ্বকাপের প্রথম ম্যাচে ফের পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে সেই স্মৃতিই তাড়া করে ফিরছে ভারতীয় অনুরাগীদের (India to face Pakistan on Sunday) ৷ শাহিনকে ঠেকাতে সেই ম্যাচে কী স্ট্র্যাটেজি অবলম্বন করা উচিৎ ৷ মহারণের প্রাক্কালে ভারতীয় ব্যাটারদের পাক বাঁ-হাতি পেসারকে সামলানোর মন্ত্র বাতলে দিলেন সচিন তেন্ডুলকর (Tendulkar tips to Indian batters to deal with Shaheen) ৷ পাক পেসারকে সামলাতে রোহিত-কোহলিদের সোজা ব্যাটে খেলার পরামর্শ দিলেন মাস্টার-ব্লাস্টার ৷

শাহিনকে তাঁর কেরিয়ারে মাস্টার-ব্লাস্টার ফেস করেননি ঠিকই, তবে সর্বকালের অন্যতম সেরা বাঁ-হাতি পেসার ওয়াসিম আক্রমকে (Wasim Akram) খেলোয়াড় জীবনে দক্ষ হাতে সামলেছেন তিনি ৷ সেই অভিজ্ঞতা থেকেই সংবাদসংস্থা পিটিআই'কে দেওয়া সাক্ষাৎকারে সচিন বলেন, "শাহিন একজন আক্রমণাত্মক বোলার এবং ও সবসময় উইকেটের জন্য ঝাঁপায় ৷ হাওয়া এবং গতিকে কাজে লাগিয়ে ব্যাটারকে পরাস্ত করার যাবতীয় রসদ রয়েছে ওর মধ্যে ৷ তাই শাহিনের বিরুদ্ধে নিশ্চিতভাবে সোজা ব্যাটে খেলাই স্ট্র্যাটেজি হওয়া উচিৎ ৷"

আরও পড়ুন:সিডনিতে 'অজি বধ' কিউয়িদের, বড় হারে খেতাব ধরে রাখার অভিযান শুরু ফিঞ্চদের

ডানহাতি ব্যাটারদের বিরুদ্ধে সমান গতি বজায় রেখে সঠিক লাইনে ধারাবাহিকভাবে বল রেখে যাওয়ার যে দক্ষতা শাহিন আফ্রিদির মধ্যে রয়েছে, তা পাক পেসারের সম্পদ বলে মনে করেন সচিন ৷ এখন দেখার মাস্টার-ব্লাস্টারের মূল্যবান পরামর্শ মেনে গতবারের ভুল শুধরে নিতে পারেন কি না, রোহিত-রাহুলরা ৷ গত বছর টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ে নায়ক হয়েছিলেন শাহিন ৷ রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলির উইকেট তুলে নিয়েছিলেন পাক তরুণ পেসার ৷

ABOUT THE AUTHOR

...view details