পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: ইডেনে স্পোর্টিং উইকেট পাবে সব দল, জানালেন কিউরেটর সুজন মুখোপাধ্যায় - Cricket World Cup at Eden Gardens

Four Pitches Prepare for Cricket World Cup at Eden Gardens: বিশ্বকাপে কোনও দলই অভিযোগ করার সুযোগ পাবে না পিচ ও মাঠ নিয়ে ৷ ইটিভি ভারতের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে এমনটাই জানালেন ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় ৷

সুজন মুখোপাধ্যায়
Eden Pitch Report

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 5:22 PM IST

ইটিভি ভারতের সঙ্গে আলোচনায় ইডেনের পিচ কিউরেটর

কলকাতা, 7 অক্টোবর: 28 অক্টোবর ইডেনে বিশ্বকাপের প্রথম ম্যাচ ৷ তার আগে সেজে উঠছে ক্রিকেটের নন্দনকানন ৷ বহিরঙ্গ এবং অন্দরমহল সব জায়গাতেই এখন নতুনের ছোঁয়া ৷ সেই নতুনত্বের ছোঁয়া এবার লেগেছে ইডেনের মাঠেও ৷ মখমলের মত ঘাসে ঢাকা ইডেনের মাঠ প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটের মঞ্চ সাজিয়ে তৈরি ৷ বিশ্বকাপ ম্যাচের জন্য চারটে পিচ তৈরি রাখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় ৷ যার চরিত্র স্পোর্টিং বলে দাবি করলেন ইডেনের পিচ কিউরেটর ৷

এদিন ইটিভি ভারতকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে সুজন মুখোপাধ্যায় বলেন, “এক থেকে দশটি উইকেট আমরা তৈরি রেখেছি ৷ সক’টার চরিত্র সমান ৷ বলের একইরকম বাউন্স থাকবে ৷ ম্যাচের জন্য চারটে উইকেট বরাদ্দ থাকছে ৷” তাহলে ইডেনের পিচ কি ব্যাটিং প্যারাডাইস ? সুজনের দাবি, “এই পিচে ব্যাটার এবং বোলাররা সমান সাহায্য পাবেন ৷ নিজেদের প্রয়োগ করতে পারলে সবার জন্যই সুযোগ থাকবে ৷ কত রান উঠতে পারে এই প্রশ্নে আমি বলব, এখন 20 ওভারের খেলায় 180 প্লাস আকছাড় উঠছে ৷ 50 ওভারে তিনশো প্লাস রান তোলা কঠিন হবে না ৷ আমরা যদি আমাদের মতো করে উইকেট তৈরি করতে পারি, তাহলে চারশো রান ওঠাও অসম্ভব হবে বলে আমার মনে হয় না ৷”

ইতিমধ্যে আইসিসি’র পিচ কিউরেটর অ্যাটকিনসন বিশ্বকাপের উইকেট কেমন করতে হবে ? তা নিয়ে বলে গিয়েছেন ৷ ইডেনেও তিনি এসেছিলেন ৷ কথা বলেছেন সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে ৷ সেই বৈঠকে কী নির্দেশ দিয়েছিলেন তিনি ?

ইডেনের পিচ কিউরেটর বলেন, “দলজিৎ সিং যখন থেকে বোর্ডের প্রধান কিউরেটর হয়েছেন, তখন থেকেই ভারতীয় উইকেটের চরিত্র বদলাতে শুরু করেছে ৷ তারপর আশিস ভৌমিক এসেছে ৷ এখন যাঁরা আমরা বড় বড় মাঠের পিচ তৈরি করে থাকি, তাঁরা একই ধরনের উইকেট তৈরি করছি ৷ দেশের আশি শতাংশ মাঠের পিচের চরিত্র এখন প্রায় এক ৷” বর্ষা বিদায় সময়ের অপেক্ষা ৷ তবুও সাবধানের মার নেই ৷ ইতিমধ্যে আরও দুটো নতুন সুপার সপার ইডেনে চলে এসেছে ৷ সব মিলিয়ে মোট পাঁচটি সুপার সপার তৈরি থাকবে হঠাৎ বৃষ্টির প্রকোপে ভেজা মাঠকে শুকনো করতে ৷

বিশ্বকাপের আগে ইডেনে এসেছে নতুন সুপার সপার

আরও পড়ুন:শারদোৎসবের আবহে বিশ্বকাপ-পুজো, ইডেন যেন মায়াপুরী

এছাড়াও, পুরো মাঠ ঢাকার জন্য কভার রাখা হয়েছে ৷ বৃষ্টি আরও কমে গেলেই শুরু হবে মাঠ তৈরির শেষ পর্যায়ের কাজ ৷ 28 অক্টোবর থেকে ইডেনে বিশ্বকাপের বল গড়ানো শুরু হলে, বাইশগজ এবং আউটফিল্ড নিয়ে কোনও অভিযোগ যাতে না ওঠে, তা নিশ্চিত করতে চাইছেন সুজন ৷ সেমিফাইনাল-সহ পাঁচটি ম্যাচ হবে ইডেনে ৷ অপেক্ষা শুধু বল গড়ানোর ৷ ইডেনের প্রধান বৈশিষ্ট তার মাঠ এবং পিচের চরিত্রে ৷ প্রায় একশো বছর আগে অসাধারণ মাঠ দেখে তখনকার মালি ফাগুলালকে 100 টাকা পুরস্কার দিরেছিলেন এক ইংরেজ ক্রিকেটার ৷ সেই ঐতিহ্য বজায় রাখাই চ্যালেঞ্জ সুজন মুখোপাধ্যায় এবং তাঁর দলের ৷

ABOUT THE AUTHOR

...view details