কলকাতা, 7 অক্টোবর: 28 অক্টোবর ইডেনে বিশ্বকাপের প্রথম ম্যাচ ৷ তার আগে সেজে উঠছে ক্রিকেটের নন্দনকানন ৷ বহিরঙ্গ এবং অন্দরমহল সব জায়গাতেই এখন নতুনের ছোঁয়া ৷ সেই নতুনত্বের ছোঁয়া এবার লেগেছে ইডেনের মাঠেও ৷ মখমলের মত ঘাসে ঢাকা ইডেনের মাঠ প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটের মঞ্চ সাজিয়ে তৈরি ৷ বিশ্বকাপ ম্যাচের জন্য চারটে পিচ তৈরি রাখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় ৷ যার চরিত্র স্পোর্টিং বলে দাবি করলেন ইডেনের পিচ কিউরেটর ৷
এদিন ইটিভি ভারতকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে সুজন মুখোপাধ্যায় বলেন, “এক থেকে দশটি উইকেট আমরা তৈরি রেখেছি ৷ সক’টার চরিত্র সমান ৷ বলের একইরকম বাউন্স থাকবে ৷ ম্যাচের জন্য চারটে উইকেট বরাদ্দ থাকছে ৷” তাহলে ইডেনের পিচ কি ব্যাটিং প্যারাডাইস ? সুজনের দাবি, “এই পিচে ব্যাটার এবং বোলাররা সমান সাহায্য পাবেন ৷ নিজেদের প্রয়োগ করতে পারলে সবার জন্যই সুযোগ থাকবে ৷ কত রান উঠতে পারে এই প্রশ্নে আমি বলব, এখন 20 ওভারের খেলায় 180 প্লাস আকছাড় উঠছে ৷ 50 ওভারে তিনশো প্লাস রান তোলা কঠিন হবে না ৷ আমরা যদি আমাদের মতো করে উইকেট তৈরি করতে পারি, তাহলে চারশো রান ওঠাও অসম্ভব হবে বলে আমার মনে হয় না ৷”
ইতিমধ্যে আইসিসি’র পিচ কিউরেটর অ্যাটকিনসন বিশ্বকাপের উইকেট কেমন করতে হবে ? তা নিয়ে বলে গিয়েছেন ৷ ইডেনেও তিনি এসেছিলেন ৷ কথা বলেছেন সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে ৷ সেই বৈঠকে কী নির্দেশ দিয়েছিলেন তিনি ?