কলকাতা, 7 ফেব্রুয়ারি: মাত্র দু’দিনের অপেক্ষা ৷ তারপরেই নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া ৷ 2016-17 সালের পর ফের ভারতের মাটিতে বসছে বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) আসর ৷ আর তারপর দিল্লি, ধরমশালা এবং আমেদাবাদে ছুটবে চার ম্যাচের টেস্ট সিরিজের গাড়ি ৷ যে সিরিজে ঋষভের পন্তের পরিবর্ত খোঁজা ভারতীয় টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে (Who Should Replace Rishabh Pant) ৷ এমনটাই মনে করছেন জাতীয় নির্বাচন কমিটির প্রাক্তন কিরণ মোরে ৷
তবে, বর্ডার-গাভাসকর ট্রফির খ্যাতির চেয়ে তথ্যকে প্রাধান্য দেওয়া হলে, দেখা যাবে অস্ট্রেলিয়া নাগপুরে শেষবার টেস্ট ম্যাচ খেলেছিল 2008-09 সালে ৷ আর সেই টেস্ট সিরিজ আরও একটি কারণে সকলের মনে থেকে যাবে ৷ ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের শেষ টেস্ট ম্যাচ ছিল সেটি ৷ মাঝে আরও 14টা শীতকাল পেরিয়ে গিয়েছে ৷ মাঝে আরও 6টি বর্ডার-গাভাসকর ট্রফির সিরিজ হয়েছে ৷ যার মধ্যে ভারত 4 বার এবং অস্ট্রেলিয়া 2 বার এই ট্রফির উপরে হাত রেখেছে ৷
তবে, এই দীর্ঘ সময়ের ফারাকের মতো, 2008 সালের ভারত-অস্ট্রেলিয়া দলের সঙ্গে বর্তমান দলের আকাশ-পাতাল তফাত রয়েছে ৷ 2008 সালে দুই দলেই কিংবদন্তিদের ভিড় ৷ ভারতের সচিন, সৌরভ, রাহুল, ভিভিএস লক্ষ্মণরা ছিলেন ৷ আর অস্ট্রেলিয়ান শিবিরে রিকি পন্টিং, ম্যাথু হেডেন, অ্যাডাম গিলক্রিস্ট, মিচেল জনসন ৷ তবে, এখনের দলেও বড় নামের অভাব নেই ৷ মর্ডান ডে গ্রেট বিরাট কোহলি, স্টিভ স্মিথ, রোহিত শর্মা প্যাট কামিন্স, মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন এবং মার্নস লাবুশানরা রয়েছেন ৷
আর টেস্ট সিরিজ নিয়ে যতদূর প্রশ্ন, এই সিরিজে স্পিনাররা সবচেয়ে বড় ফারাক গড়ে দেবেন ৷ যা সাম্প্রতিক সময়ে হয়ে এসেছে ৷ বিশেষ করে উপমহাদেশের বাইরের দলগুলির ক্ষেত্রে ৷ আর তথ্যে তুলে ধরলে দেখা যাবে, 2004-05 সালের পর ভারতের মাটিতে কোনও টেস্ট সিরিজ অস্ট্রেলিয়া জিততে পারেনি ৷ আর শেষবার 2014-15 সালে নিজেদের ঘরের মাঠে অজিরা কোনও দ্বিপাক্ষিক সিরিজ জিতেছিল ভারতের বিরুদ্ধে ৷ বর্ডার-গাভাসকর ট্রফির সেই টেস্ট সিরিজ 2-0 জিতেছিল অস্ট্রেলিয়া ৷
এবার ভারতের সামনে আরও একটা কঠিন সিরিজ ৷ বিশ্বের 1 ও 2 নম্বর দলের টক্কর হবে ৷ এই সিরিজের আগে ইটিভি ভারত প্রাক্তন ভারতীয় উইকেট-কিপার তথা জাতীয় নির্বাচক কমিটির প্রাক্তন চেয়ারম্যান কিরণ মোরের সঙ্গে যোগাযোগ করে ৷ তিনি জানান, এই সিরিজে দুই দলের মধ্যে কাঁটায় কাঁটায় টক্কর হবে ৷ আর যারা এই সিরিজে ভালো খেলবে, সেই দলই নিজেদের মেলে ধরবে ৷
আরও পড়ুন:চোটের জেরে নাগপুর টেস্ট নেই হ্যাজলউড, প্রত্যাবর্তনে এনসিএ'কে ধন্যবাদ জাদেজার