সাউদাম্পটন, 11 জুন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ’র (WTC) ফাইনালের প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল ৷ আজ সাউদাম্পটনের এজেস বোল স্টেডিয়ামে ইন্ট্রা-স্কোয়াড বা নিজেদের মধ্যে দল তৈরি করে প্রস্তুতি শুরু করেছেন বিরাট কোহলি ৷ সেই ছবিই বিসিসিআই (BCCI) তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ৷ যেখানে ভারতীয় ক্রিকেটাররা নিজেদের মধ্যে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলছেন ৷
প্রসঙ্গত, গত 3 জুন ইংল্যান্ড পৌঁছে ভারতীয় ক্রিকেটাররা সপরিবার সাউদাম্পটনের এজেস বোল স্টেডিয়াম সংলগ্ন হোটেলে কোয়ারিন্টিনের কঠোর নিয়মের মধ্যে ছিলেন ৷ তার পর শুক্রবার গোটা দল একসঙ্গে প্রথমবার অনুশীলন করেছে ৷ আর আজ থেকে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলা শুরু করলেন তাঁরা ৷ যেখানে একদিকে, শুভমান গিল এবং চেতেশ্বর পূজারাকে দেখা গেল ব্যাট হাতে ৷ অন্যদিকে, মহম্মদ সামি এবং মহম্মদ সিরাজকে বল হাতে আক্রমণে দেখা গিয়েছে ৷ বিসিসিআই’র তরফে সেই ছবি টুইট করা হয়েছে ৷