বে ওভাল, 5 মার্চ : মহিলা বিশ্বকাপের চতুর্থ ম্যাচেই মহারণ ৷ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্ধী দেশ ভারত-পাকিস্তান ৷ 2017 সালে কাপ থেকে মাত্র 9 রান দূরে থেমেছিল ভারতের দৌড় ৷ ফলে এবার প্রথমবার বিশ্বকাপ ঘরে তুলতে মরিয়া ভারতের মেয়েরা ৷ দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচেই জিতেছে ভারত । টুর্নামেন্টের শুরু থেকেই সেই ধারাবহিকতা বজায় রাখতে চায় দল (India to start campaign against Pakistan) ৷
অন্যদিকে নিউজিল্যান্ড সিরিজে ব্যর্থ হয়েছে ভারতের বোলিং ইউনিট । একমাত্র নিজের নামের প্রতি সুবিচার করেছেন ঝুলন গোস্বামী । দুটি ম্যাচে স্কোরবোর্ডে 270-এর বেশি রান তুলেও ম্যাচ মাঠে ফেলে আসতে হয়েছে ৷ যা উদ্বেগ বাড়ালেও ভরসা জোগাচ্ছেন দলের ব্যাটাররা ৷ গত সাত ম্যাচে মোট পাঁচবার আড়াইশো রান গণ্ডি টপকেছে 'উইমেন ইন ব্লু'৷
শেষবার 2018 সালে মুখোমুখি হয়েছিল দুই দল ৷ সেই ম্যাচে মিতালি রাজের ব্যাটে ভর করে ‘পাক বধ’ করেছিল ভারত ৷ ফলে বিশ্বকাপের মঞ্চে বদলা নিতে মরিয়া থাকবে বিসমা মারুফের দল ৷ অন্যদিকে, অবসর নেওয়ার আগে বিশ্বকাপ হাতে তোলার জন্য এটাই শেষ সুযোগ মিতালি রাজের কাছে । ফলে শুরু থেকেই সেই লক্ষ্যে ঝাঁপাবে মিতালি অ্যান্ড কোং ৷ ফলে সবমিলিয়ে জমজমাট রবিবারের মেগা-শো ৷