ধরমশালা, 25 অক্টোবর: নিউজিল্যান্ড ম্যাচের পর লম্বা ছুটি ৷ আর সেই ছুটি যেমন ভারতীয় ক্রিকেটাররা উপভোগ করছেন ৷ তেমনই ভারতীয় দলের সাপোর্ট স্টাফদেরও দেখা গেল পুরোপুরি ছুটির মেজাজে ৷ হিমাচলের ত্রিউন্দ পর্বতে ট্রেকিং করতে দেখা গেল রাহুল দ্রাবিড়, বিক্রম রাঠৌর-সহ ভারতীয় দলের সমস্ত সাপোর্ট স্টাফদের ৷ ট্রেকিংয়ে ঝুঁকি থাকায় ক্রিকেটারদের এই রোমাঞ্চ সফর থেকে দুরে রাখা হয়েছে ৷ তবে, পাহাড়ি নদীতে কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে ডুব দিতে দেখা গেল উইকেট-কিপার ব্যাটার কে এল রাহুলকে ৷
আজ ভারতীয় দল 29 অক্টোবর ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ খেলতে লখনউ রওনা দিয়েছে ৷ তার আগে গত দু’দিন জমিয়ে ছুটি উপভোগ করলেন ভারতীয় ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা ৷ যেখানে সমুদ্রপৃষ্ঠ থেকে 2 হাজার 875 মিটার উঁচুতে ত্রিউন্দ পর্বতের চূড়ায় রোমাঞ্চ সফরে বেরলেন হেড কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, টিমের ফিটনেস ট্রেনার-সহ অন্যান্যরা ৷ চুটিয়ে ছুটি উপভোগ করলেন তাঁরা ৷ বিসিসিআই-এর সোশ্যাল মিডিয়া সাইটে ত্রিউন্দ ট্রেকিংয়ের ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷
সেখানে রাহুল দ্রাবিড় জানালেন, এই ধরমশালার এই ত্রিউন্দের ট্রেকিং বেশ কষ্টকর ছিল ৷ কিন্তু, এমন মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারাটাও, তাঁদের জন্য খুব সৌভাগ্যের ব্যাপার ৷ তবে, ক্রিকেটারদের এই ট্রিপে নিয়ে আসা হয়নি ৷ শক্ত পাথরের উপর দিয়ে পাহাড়ের উপরে চড়াটা খুবই বিপজ্জনক ৷ যখন তাঁরা ক্রিকেট থেকে অবসর নেবেন, তখন অবশ্যই এখানে ট্রেকিংয়ে আসবেন ৷ তবে, এখন কোনও মতেই নয় ৷