কেপটাউন, 9 জানুয়ারি :জো'বার্গের ধাক্কা ভুলে রবিবার কেপটাউন জয়ের প্রস্তুতি শুরু করল টিম ইন্ডিয়া (Team India start preparations at Newlands) ৷ পিঠের ব্যথায় ওয়ান্ডারার্স টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি ৷ এদিন তাঁকে সামনে রেখেই ইতিহাস তৈরির নীল-নকশা সাজানো শুরু করল দ্রাবিড়ের ছেলেরা ৷ নেটে বেশ ছন্দেই ধরা দিলেন বিরাট (Virat Kohli batted for long in net session) ৷
নিউল্যান্ডসে এদিন দলের প্রথম অনুশীলনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছে বিসিসিআই ৷ পাহাড়ঘেরা নিউল্যান্ডস স্টেডিয়ামে টিম হাডলের ছবি শেয়ার করে বিসিসিআই এদিন লেখে, "আমরা এখন মনোরম প্রাকৃতিক দৃশ্যে ঘেরা কেপটাউনে ৷ যেখানে তৃতীয় টেস্টের জন্য প্রস্তুতি শুরু করল টিম ইন্ডিয়া ৷’’
এদিন বোর্ডের শেয়ার করা ছবিতে নেটে বিরাটকে যেমন ড্রাইভ করতে দেখা যাচ্ছে, তেমনই পূজারাকে দেখা যাচ্ছে দ্রাবিড়ের থেকে গুরুত্বপূর্ণ টিপস নিতে ৷ এছাড়াও নিউল্যান্ডসে এদিন গা-ঘামাল দলের পেস বিভাগ ৷ গতকালই জো'বার্গ থেকে কেপটাউনে পৌঁছেছে ভারতীয় দল ৷ ওমিক্রন আবহে চার্টার্ড ফ্লাইটে ভারতীয় দলের সেই সফর ভিডিয়োও শেয়ার করে নিয়েছিল বোর্ড ৷ একই দিনে কেপটাউন পৌঁছন ডিন এলগাররাও ৷
আরও পড়ুন : India Tour Of SA : ওয়ান্ডারার্স অতীত, ঐতিহাসিক সিরিজ জয়ের লক্ষ্যে কেপটাউনে পা টিম ইন্ডিয়ার
আগামী 11 জানুয়ারি থেকে কেপটাউনে শুরু সিরিজের তৃতীয় তথা অন্তিম টেস্ট (Cape Town test will start from 11th January) ৷ ওয়ান্ডারার্সে বড় জয় নিঃসন্দেহে শেষ টেস্টের আগে বাড়তি উদ্দীপ্ত করবে প্রোটিয়াদের ৷ তবে ম্যান্ডেলার দেশে প্রথম টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে তেতে থাকা বিরাটবাহিনী কেমন প্রত্যাঘাত ছুঁড়ে দেয়, সেদিকেই তাকিয়ে অনুরাগীরা ৷