মুম্বই, 6 জানুয়ারি : নতুন বছরের শুরুতেই বাজল 2022 আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের দামামা (ICC Women's World Cup 2022 ) ৷ নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ওডিআই বিশ্বকাপে উইমেন ইন ব্লু-র নেতৃত্বে থাকছেন মিতালি রাজ ৷ সহ অধিনায়কের দায়িত্বে থাকছেন হরমনপ্রীত কউর ৷ আজ সকালেই বিশ্বকাপ ও আগামী নিউজিল্যান্ড সফরের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই ৷ প্রত্যাশামতোই দলে রয়েছেন বঙ্গ পেসার ঝুলন গোস্বামী ৷ ঝুলন ছাড়াও বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন বাংলার আরও দুই ক্রিকেটার দীপ্তি শর্মা এবং রিচা ঘোষ ৷ তবে 15 সদস্যের এই স্কোয়াডে জোরে বোলার শিখা পাণ্ডে এবং ফর্মে থাকা ব্যাটসম্যান জেমিমা রড্রিগেজ অনুপস্থিত (team India squad for ICC womens world cup 2022 announced) ৷
আগামী 4 মার্চ থেকে নিউজিল্যান্ডে শুরু হচ্ছে 50 ওভারের মেয়েদের বিশ্বকাপ ৷ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা ৷ আর ভারতীয় দল এবারের বিশ্বকাপে অভিযান শুরু করবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ৷ 6 মার্চ তৌরাঙ্গার বে ওভালে বিশ্বজয়ের লক্ষ্যে নামবে মিতালি রাজের নেতৃত্বাধীন ভারত ৷ তার আগে অবশ্য ফেব্রুয়ারিতে বিশ্বকাপ আয়োজক নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারতীয় দল ৷ 11 ফেব্রুয়ারি থেকে শুরু হবে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ ৷ কিউয়িদের দেশে এই সিরিজ দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারবে ভারত ৷ এর পাশাপাশি 9 ফেব্রুয়ারি নেপিয়ারে একটি টি-20 ম্যাচও খেলবেন হরমনপ্রীত, স্মৃতি মান্ধানারা ৷