হ্যাংঝাউ, 3 অক্টোবর: যস্বশী জয়সওয়ালের সেঞ্চুরির সুবাদে এশিয়াডে জয় দিয়ে শুরু করল ভারতীয় ক্রিকেট দল ৷ কোয়ার্টার ফাইনালে নেপালকে 23 রানে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করল ভারত ৷ মঙ্গলবার হ্যাংঝাউয়ের পিংফেং ক্যাম্পাস ক্রিকেট ফিল্ডে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এশিয়াডে ভারতীয় দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ৷ যেখানে 49 বলে 100 রানের ইনিংস খেলেন যশস্বী ৷ তাঁর এবং মিডল-অর্ডারে নামা রিংকু সিংয়ের 15 বলে অপরাজিত 37 রানের ইনিংসে ভর করে ভারত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 202 রান তোলেন ৷ জবাবে নেপাল 9 উইকেট হারিয়ে 179 রানের বেশি তুলতে পারেনি ৷
ম্যাচ হারলেও এদিন টুর্নামেন্টের ফেভারিট ভারতকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেন নেপালের ব্যাটাররা ৷ তবে দিনের শুরুতে যশস্বী এবং রুতুরাজ গায়কোয়াড় প্রথম উইকেটে 103 রান তোলেন ৷ সেঞ্চুরি পার্টনারশিপ হলেও, অধিনায়ক রুতুরাজকে একেবারেই ছন্দে দেখা যায়নি ৷ তিনি 23 বলে 25 রান করেন ৷ এরপর তিলক বর্মাও ব্যাট করতে নেমে 10 বলে মাত্র 2 রানে আউট হন ৷ ভারতীয় জার্সিতে আত্মপ্রকাশ করা স্টাম্পার-ব্যাটার অভিষেক শর্মা 4 বলে 5 রান করে ফিরে যান ৷ এরই মাঝে একমাত্র ছন্দে থাকা যস্বশীর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত ৷