কেপটাউন, 8 জানুয়ারি :সপ্তাহ ঘুরতে না-ঘুরতে ভারতীয় শিবিরের চেনা হাসিখুশি ভাবটা উধাও ৷ ওয়ান্ডারার্সে হার বদলে দিয়েছে অনেক সমীকরণ ৷ তবে থমথমে পরিবেশের মধ্যেও দ্বিতীয় টেস্টে হার থেকে শিক্ষা নিয়ে সংকল্পবদ্ধ হচ্ছেন ক্রিকেটাররা ৷ এই পরিস্থিতিতে শনিবার জো'বার্গ থেকে কেপটাউনে পৌঁছে গেল বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি (Team India Arrive In Cape Town On Saturday) ৷ 11 জানুয়ারি সেখানে সিরিজের তৃতীয় তথা অন্তিম টেস্ট খেলবে টিম ইন্ডিয়া ৷
ভারতীয় ক্রিকেট বোর্ড এদিন দলের কেপটাউন যাত্রার একটি ভিডিও শেয়ার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৷ দু'দেশের সাংস্কৃতিক মেলবন্ধনে কেপটাউনে এদিন দ্রাবিড়বাহিনীকে ঊষ্ণ অভ্যর্থনা জানায় কেপটাউন (Indian Players Recieve Warm Welcome In Cape Town) ৷