পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

T-20 World Cup : বিরাট উপস্থিতিতেই নেতা রোহিতকে দেখে নিল থিঙ্কট্যাঙ্ক

বিশ্বকাপে ভারত-পাক মহারণের আগে বিরাট কোহলিদের শেষ মহড়া ৷ প্রথম ওয়ার্ম-আপ ম্যাচে ইংল্যান্ডকে দুরমুশ করার পর বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় তথা শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে নামে টিম ইন্ডিয়া ৷ এই ম্যাচেই ক্যাপ্টেন রোহিত শর্মাকে দেখে নিলে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক ৷

T-20 World Cup
বিরাট উপস্থিতিতেই নেতা রোহিতকে দেখে নিল থিঙ্কট্যাঙ্ক

By

Published : Oct 20, 2021, 5:16 PM IST

Updated : Oct 20, 2021, 6:10 PM IST

দুবাই, 20 অক্টোবর : বিরাট কোহলি খেলছেন অথচ ম্যাচের নেতৃত্বের ব্যাটন রোহিত শর্মার হাতে ৷ এমনটা এর আগে দেখা যায়নি ৷ কোহলির ডেপুটি হিসেবে রোহিত এর আগেও টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন ৷ তবে তা বিরাট কোহলির অনুপস্থিতিতে ৷ কিন্তু এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচে বিরাট খেলেলেও ভারতকে নেতৃত্ব দেন রোহিত ৷ টস জিতে প্রথমে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া ৷ শুরুটা ভাল না-হলেও গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টওনিসের ব্যাটিং ঝড়ে ভারতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া ৷ পাঁচ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে 152 রান তুলেছে অজিবাহিনী ৷

চলতি টি-20 বিশ্বকাপের পরই দেশের জার্সিতে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দেখা যাবে না নেতা বিরাটকে ৷ মরু শহরে আইপিএল শুরু হওয়ার আগেই এমনটা ঘোষণা করেছেন ক্যাপ্টেন কোহলি ৷ তবে বিশ্বকাপ শুরুর আগেই অগ্নিপরীক্ষায় নেতা রোহিত ৷ আগে বিরাটের অনুপস্থিতিতে এশিয়া কাপে ভারতকে চ্যাম্পিয়ন করেছেন হিটম্যান ৷

বুধবার দুবাইয়ে আইসিসির ক্রিকেট অ্যাকাডেমির মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেন রোহিত ৷ বিরাট খেললেও টস করতে নামেন হিটম্যান ৷ টস হেরে প্রথমে ফিল্ডিং করে ভারত ৷ শুরুতেই দুই ওপেনারকে ডাগ-আউটে ফেরান ভারতীয় বোলাররা ৷ সাত বল খেলে মাত্র এক রান করেন ডেভিড ওয়ার্নার ৷ বাঁ-হাতি অজি ওপেনারকে আউট করেন অজি ওপেনার ৷ ক্যাপ্টেন ফিঞ্চকে ব্যক্তিগত 8 রানে ডাগ-আউটের পথ দেখান রবীন্দ্র জাদেজা ৷ এরপর মিচেল মার্শ শূন্য রানে অশ্বিনের শিকার হলেও বাকি সময়টা ম্যাচে দাপট দেখান অজি ব্যাটাররা ৷

আরও পড়ুন : গার্হস্থ্য হিংসার অভিযোগে গ্রেফতার প্রাক্তন অজি ক্রিকেটার

প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথ, ম্যাক্সওয়েল ও স্টওনিসের দুরন্ত ব্যাটিংয়ে 11 রানে তিন উইকেট থেকে পাঁচ উইকেট হারিয়ে দেড়শো রানের গণ্ডি টপকায় অস্ট্রেলিয়া ৷ মাত্র 25 বলে চারটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকিয়ে 41 রানে অপরাজিত থাকেন স্টওনিস ৷ পাঁচটি বাউন্ডারি মেরে 28 বলে 37 রান করেন গ্লেন ম্যাক্সওয়েল ৷ আর স্মিথ করেন 48 বলে 57 রান ৷ ভারতীয় বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার ও রবীন্দ্র জাদেজাকে চার ওভার করে বল করান ক্যাপ্টেন রোহিত ৷ চার ওভারে 27 রান দিয়ে একটি উইকেট নেন ভুবি ৷ তবে অশ্বিন 2 ওভারে মাত্র 8 রান দেওয়ার পরও তাঁকে আর বল দেননি রোহিত ৷ অশ্বিনের পাশাপাশি বরুণ চক্রবর্তীকে দেখে নেওয়া হয় ৷ 2 ওভারে 23 রান খরচ করেন কেকেআর স্পিনার ৷ নেতৃত্ব না-দিলেও এদিন বোলিং করেন কোহলি ৷ 2 ওভারে মাত্র 12 রান দেন বিরাট ৷

Last Updated : Oct 20, 2021, 6:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details