মুম্বই, 12 ডিসেম্বর :ওমিক্রন (Omicron) কাঁটা সরিয়ে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য প্রস্তুত ভারতীয় দল ৷ প্রাথমিকভাবে 9 ডিসেম্বর প্রোটিয়াদের দেশে উড়ে যাওয়ার কথা থাকলেও পরিবর্তিত সফরসূচি অনুযায়ী তাতে রদবদল ঘটেছে ৷ প্রাথমিক সূচিতে 17 ডিসেম্বর প্রথম টেস্ট খেলতে নামার কথা থাকলেও পরিবর্তিত সূচিতে রামধনুর দেশে ভারতীয় দল প্রথম টেস্ট খেলতে নামবে বক্সিং-ডে'তে অর্থাৎ 26 ডিসেম্বর (India will play first test in South Africa from 26th December) ৷
তার আগে পরিবর্ত সফরসূচি মেনে সম্ভবত 16 ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা উড়ে যাচ্ছে ভারতীয় দল (Team India likely to leave for South Africa on December 16) ৷ রবিবার মুম্বইয়ে রিপোর্ট করে জৈব বলয়ে প্রবেশ করছেন দক্ষিণ আফ্রিকা সফরগামী ভারতীয় টেস্ট স্কোয়াডের সদস্যরা (India cricketers enter bio-bubble in Mumbai today) ৷ সেদেশে পৌঁছেও টেস্ট স্কোয়াডের সদস্যদের থাকতে হবে জৈব বলয়ে ৷