পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বৃষ্টি মাথায় নিয়ে ডারবানে হাজির 'মেন ইন ব্লু', সিরিজে ভোগাবে না তো 'বর্ষা কাঁটা'!

Team India in South Africa: বৃষ্টি মাথায় নিয়ে দক্ষিণ আফ্রিকার ডারবানে হাজির 'মেন ইন ব্লু' ৷ বিসিসিআই-এর শেয়ার করা এই একটি ভিডিয়োতে দেখা গেল সেই ছবি ৷ প্রোটিয়াদের দেশে তিন ফরম্যাটে তাদের চ্যালেঞ্জ দিতে তৈরি ভারতীয় দল ৷

Team India lands in South Africa
বৃষ্টি মাথায় নিয়ে ডারবানে হাজির মেন ইন ব্লু

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 6:08 PM IST

ডারবান, 7 ডিসেম্বর:দিনকয়েক বাদেই শুরু হতে চলেছে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর ৷ বৃহস্পতিবার বৃষ্টি মাথায় করে বিমানবন্দরে নামল ভারতীয় দল ৷ বৃষ্টি বাঁচিয়ে বাসে উঠতে গিয়ে খেলোয়াড়দের অনেকেই মাথা ঢাকলেন স্যুটকেস দিয়ে ৷ বিসিসিআইয়ের তরফেই সোশালে শেয়ার করা হয়েছে একটি ভিডিয়ো ৷ সেখানেই ধরা পড়েছে বিমানবন্দরের বিভিন্ন দৃশ্য ৷

আগামী রবিবার থেকে শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের টি-20 সিরিজ ৷ পরবর্তীতে বাকি দুই ফরম্যাটেও প্রোটিয়া বাহিনীর মুখোমুখি হতে চলেছে 'মেন ইন ব্লু' ৷ রবিবার থেকে শুরু টি-20 মহারণ ৷ চলবে 14 ডিসেম্বর পর্যন্ত ৷ ইতিমধ্যেই এই টি-20 সিরিজের জন্য় দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাফল্যের পর সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে তিন ম্যাচের এই সিরিজ খেলবে ভারতীয় দল ৷

সূর্যরা নিশ্চয়ই চাইবেন না সেই ম্যাচ চলাকালীন বৃ্ষ্টি বাধা হয়ে দাঁড়াক ৷ তবে দক্ষিণ আফ্রিকায় সফরের শুরুতেই যেভাবে বৃষ্টি মাথায় নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলেন ভারতীয় খেলোয়াড়রা তাতে আশঙ্কার কাঁটা কিছুটা থাকছেই ৷ ভারতের প্রথম ম্য়াচ রয়েছে ডারবানে ৷ ভিডিয়োতে এদিন দেখা গেল অধিনায়ক সূর্যকুমার যাদব, রুতুরাজ গায়কেয়াড়, মহম্মদ সিরাজ এবং রাহুল দ্রাবিড়কে ৷ যদিও সাদা বলের সিরিজ অর্থাৎ টি-20 এবং একদিনের ম্যাচের সিরিজে দেখা যাবে না রোহিত শর্মা বিরাট কোহলি, জাসপ্রীত বুমরার মতো অভিজ্ঞ ক্রিকেটারদের ৷ ওডিআই সিরিজের অধিনায়কত্বের দায়িত্বে থাকবেন কে এল রাহুল ৷ টেস্ট সিরিজের আগে দলে ফিরবেন রোহিত-কোহলিরা ৷

ওডিআই সিরিজ শুরু হতে চলেছে আগামী 17 ডিসেম্বর থেকে ৷ এই সিরিজের জন্য় স্কোয়াডে ডাক পেয়েছেন একাধিক তরুণ ক্রিকেটার ৷ তালিকায় রয়েছেন রিঙ্কু সিং, রজত পাতিদার, সাই সুদর্শনের মতো তরুণ খেলোয়াড়রা ৷ দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের লাল বলের সিরিজ শুরু হতে চলেছে 26 ডিসেম্বর অর্থাৎ বক্সিং-ডে থেকে ৷ এর আগে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জেতেনি ভারতীয় দল ৷ স্বাভাবিকভাবেই এই সিরিজ নিয়ে এখন উত্তেজনা তুঙ্গে ৷

আরও পড়ুন:

  1. বছরভর ক্রিকেটে ক্ষতি হচ্ছে অল রাউন্ডারদের, দাবি প্রোটিয়া কিংবদন্তির
  2. রশিদকে টপকে 'রবি'উদয়, আইসিসি'র সেরার তালিকায় শীর্ষে বিষ্ণোই
  3. বেঙ্গালুরু থেকে ম্যান্ডেলার দেশে রওনা হল টিম ইন্ডিয়া, দেখুন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details