মুম্বই, 20 সেপ্টেম্বর: ভারতীয় দলের বিশ্বকাপের জার্সি উন্মোচন করল স্পনসর সংস্থা অ্যাডিডাস ৷ আন্তর্জাতিক ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী এই সংস্থার শুধু দলের জার্সি উন্মোচন করল না ৷ সেই সঙ্গে একটি টিম অ্যান্থম রিলিজ করেছে ৷ যার ক্যাচ লাইন ‘তিন কা ড্রিম’ ৷ অর্থাৎ, তৃতীয়বার বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন ৷ রোহিত, বিরাট, হার্দিক, শুভমন, কুলদীপ এবং শার্দূলকে নিয়ে ভারতীয় দলের জার্সি উন্মোচন করিয়েছে অ্যাডিডাস ৷ যেখানে 1983, 2011’র বিশ্বকাপ জয়ের গল্পও তুলে ধরা হয়েছে ৷
‘বিগিনিং অফ তিন কা ড্রিম’ অর্থাৎ, তৃতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখা শুরু ৷ যে স্বপ্ন ভারতীয় দল এবং তার সমর্থকদের ঘুম উড়িয়েছে ৷ বিশ্বকাপের জার্সি ও টিম অ্যান্থামের সারাংশ এটাই ৷ এ দিন ভারতীয় দলের বিশ্বকাপের জার্সি উন্মোচন ও দলের অ্যান্থম রিলিজ করেছে স্পনসর সংস্থা ৷ যার ক্যাচলাইনে 1983 ও 2011’র বিশ্বকাপ জয় জায়গা পেয়েছে ৷ এই ক্যাচলাইন গুলি হল- 1983’র বিশ্বকাপ জয়, ‘স্ফুলিঙ্গের প্রজ্বলন’, 2011’র বিশ্বকাপ ‘হৃত গৌরব ফিরিয়ে আনা’ এবং 2023 বিশ্বকাপ হতে চলেছে, ‘তৃতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্নের সূচনা’ ৷