মুম্বই, 4 ডিসেম্বর : আজাজ প্যাটেলের কীর্তিকে ছাপিয়ে মুম্বই টেস্টে দ্বিতীয় দিন শাসন করল ভারতীয় দল ৷ নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে 62 রানে অলআউট করলেন ভারতীয় বোলাররা (New Zealand all out for 62 in their first innings) ৷ প্রথম ইনিংসে 263 রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে কোহলির দল কোনও উইকেট না হারিয়ে 69 রান তুলেছে ৷ সবমিলিয়ে দ্বিতীয় দিনের শেষে 332 রানে এগিয়ে থেকে মুম্বইয়ে জয়ের অপেক্ষায় প্রহর গুনছে ভারতীয় শিবির (India extends their lead to 332 runs at the end of day 2 in Mumbai Test) ৷
মন্দ আলোর কারণে খেলা শেষ না হলে এদিন লিডটা সাড়ে তিনশোও ছুঁয়ে যেতে পারত ৷ দ্বিতীয় ইনিংসে ওপেনে নেমে দিনের শেষে 29 রানে অপরাজিত চেতেশ্বর পূজারা ৷ অন্যদিকে প্রথম ইনিংসে শতরানকারী ময়াঙ্ক অপরাজিত 38 রানে ৷ দ্বিতীয়দিন 325 রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস ৷ একাই ভারতের 10 উইকেট নিয়ে জিম লেকার, অনিল কুম্বলের কীর্তি ছুঁয়ে ফেলেন ভারতীয় বংশোদ্ভূত কিউয়ি স্পিনার আজাজ প্যাটেল ৷ কিন্তু আড়াইশোর উপর রানে এগিয়ে থেকেও ব্ল্যাক ক্যাপসদের এদিন ফলো-অন না করতে পাঠানোর সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷