পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IND vs AUS 2nd Test: দিল্লিতে পছন্দের হোটেল পেল না ভারতীয় দল, আলাদা থাকছেন বিরাট

জি-20 সম্মেলন এবং বিয়ের ভরা মরশুম ৷ জোড়া ফলায় নয়াদিল্লি টেস্টের আগে পছন্দের হোটেল পেল না ভারতীয় দল (Team India change hotel in Delhi before second test) ৷ তাজ প্যালেস অথবা আইটিসি মৌর্য নয়, রাজধানীতে এবার ভারতীয় দলের ঠিকানা কর্করদুমার লীলা হোটেল ৷

IND vs AUS 2nd Test
শুক্রবার নয়াদিল্লিতে শুরু ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

By

Published : Feb 16, 2023, 11:00 PM IST

Updated : Feb 16, 2023, 11:08 PM IST

নয়াদিল্লি, 16 ফেব্রুয়ারি: একেই জি-20 সম্মেলন, দোসর বিয়ের ভরা মরশুম ৷ দু'য়ের জাঁতাকলে পড়ে নয়াদিল্লিতে পছন্দের হোটেলই পেল না ভারতীয় দল ৷ পাঁচতারা হোটেলগুলোতে অধিকাংশই বুক থাকায় বাধ্য হয়ে স্টেডিয়াম থেকে কিছুটা দূরে অন্য হোটেলে থাকতে হচ্ছে রোহিত অ্যান্ড কোম্পানিকে (Team India change hotel in Delhi before second test) ৷

সাধারণত দিল্লিতে ম্যাচ থাকলে ভারতীয় দলের ঠিকানা হয় তাজ প্যালেস অথবা আইটিসি মৌর্য ৷ কিন্তু 2017 পর শুক্রবার প্রথম ফিরোজ শা কোটলায় টেস্ট খেলতে নামার আগে চিত্রটা ভিন্ন ৷ ভারতীয় দলের একটি সূত্র সংবাদসংস্থা এএনআই'কে জানিয়েছে, "এবার ভারতীয় দল দিল্লির অন্য একটা অংশে আলাদা হোটেলে থাকছে ৷ আইটিসি মৌর্য বা তাজ ফাঁকা না-থাকায় কর্করদুমার লীলা হোটেলে থাকছে দল ৷ শহরে জি-20 সম্মেলন এবং প্রচুর সংখ্যক বিয়ের কারণেই এমনটা ঘটেছে ৷"

এদিকে ঘরের মাটিতে টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে দলে সঙ্গে এক হোটেলে থাকছেন না বিরাট কোহলি (Virat Kohli staying apart from team) ৷ না, দলের অন্দরমহলে কোনও ঝুট-ঝামেলা নয় ৷ গুরুগ্রামে পরিবারের সঙ্গে থাকতে কিছুদিন সেখানাই কাটাবেন 'রানমেশিন'৷ প্রথম টেস্টে দল চারশো রানের গণ্ডি ছুঁলেও বিরাট ব্যাটে নিস্তেজ থেকেছেন ৷ নাগপুর টেস্টে 26 বল খেলে মাত্র 12 রান এসেছে তাঁর ব্যাটে ৷ তাই ঘরের মাঠে ফের রানের সরণিতে ফিরতে মরিয়া 'দিল্লি বয়' ৷

আরও পড়ুন:টিকে থাকতে ছোটখাটো 'অভিযোজন' আবশ্যিক; শততম টেস্টে নামার আগে বললেন পূজারা

প্রসঙ্গত, নাগপুরে প্রথম টেস্টে ইনিংস ও 132 রানে জিতে বর্ডার-গাভাসকর ট্রফিতে 1-0 ব্যবধানে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া ৷ জাদেজা-অশ্বিনের ঘূর্ণিতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে 177 রানে গুটিয়ে যায় অজিরা ৷ জবাবে অধিনায়ক রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলের ব্যাটে স্কোরবোর্ডে 400 রান তোলে ভারত ৷ দ্বিতীয় ইনিংসে অশ্বিনের পাঁচ উইকেটে মাত্র 91 রানে গুটিয়ে যায় কামিন্সবাহিনী ৷

Last Updated : Feb 16, 2023, 11:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details