নয়াদিল্লি, 14 মে : সম্প্রতি আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান ধরে রেখেছে টিম ইন্ডিয়া ৷ বৃহস্পতিবার এই কৃতিত্বের জন্য দলের সকলের ঢালাও প্রশংসা শোনা গেল দলের প্রধান কোচ রবি শাস্ত্রীর গলায় ৷ তিনি বলেন, দলের সবাই দৃঢ় সংকল্প দেখিয়েছে ৷
টুইট করে ভারতীয় দলের হেড কোচ শাস্ত্রী লেখেন, ‘‘ 1 নম্বর স্থান ধরে রাখতে দলের ছেলেরা অগাধ পরিশ্রম করেছে ও দৃঢ়তা দেখিয়েছে ৷ কোনও কোনও সময়ে ছেলেরা সমস্যায় পড়েছে ঠিকই ৷ মাঝের সময়ে নিয়মের পরিবর্তন হয়েছে ৷ তবে টিম ইন্ডিয়া সমস্ত বাধা অতিক্রম করেছে ৷ আমার ছেলেরা কঠিন সময়েও দারুন ক্রিকেট খেলেছে ৷ এই বিন্দাস ছেলেদের নিয়ে আমি খুব গর্বিত ৷ ’’