আগরতলা, 31 মে: রঞ্জিতে ত্রিপুরার কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অল-রাউন্ডার ল্যান্স ক্লুজনার ৷ জানা গিয়েছে, আগামী শনিবার তিনি আগরতলায় এসে পৌঁছাবেন ৷ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি তিমির চন্দ ইটিভি ভারতকে এমনটাই জানিয়েছেন ৷ তিনি এও জানান, আগামী মরশুমে রঞ্জি ট্রফিতে 100 দিনের জন্য কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি ৷
ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি জানান, তাঁরা একটি বিজ্ঞাপন দিয়েছিলেন, রাজ্য দলের রঞ্জি ট্রফির কোচের জন্য ৷ সেখানে ল্যান্স ক্লুজনার এবং ডাভ হোয়াটমোর কোচের পদে আবেদন করেছিলেন ৷ সেই সঙ্গে কয়েকজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারও আবেদন করেছিলেন ৷ তবে, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা আগে দক্ষিণ আফ্রিকান অল-রাউন্ডার এবং জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার হোয়াটমোরের ইন্টারভিউ নেন ৷
তিমির চন্দ ইটিভি ভারতকে জানিয়েছেন, হোয়াটমোর পারিবারিক কারণে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন আগেই ৷ পরবর্তী সময়ে ল্যান্স ক্লুজনারের সঙ্গে তাঁদের কথাবার্তা এগোয় ৷ দু’তরফে চুক্তি নিয়ে সহমত হওয়ায় বিষয়টিকে চূড়ান্ত করা হয়েছে ৷ আগামী শনিবার ক্লুজনার ত্রিপুরায় আসছেন ৷ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ওই কর্তা আশা প্রকাশ করেছেন, আসন্ন ঘরোয়া টুর্নামেন্টের মরশুমে ল্যান্স পুরো দলের সঙ্গে দারুণ কাজ করবেন এবং নিজের সব অভিজ্ঞতা দিয়ে ত্রিপুরার রাজ্য দলকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন ৷
আরও পড়ুন:ত্রিপুরা পর্যটনের মুখ সৌরভ ? বেহালার বাড়িতে বৈঠক করলেন মন্ত্রী
টিসিএ কর্তা বলেন, ‘‘এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয় ৷ তাঁর মতো বড় মানের একজন প্রাক্তন ক্রিকেটার এবং আন্তর্জাতিক স্তরে কোচিংয়ে অভিজ্ঞতা থাকা একজন ত্রিপুরার কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন ৷ তিনি আসার পর আমরা সমস্ত চুক্তিপত্র সই করব ৷’’ ল্যান্স ক্লুজনার দক্ষিণ আফ্রিকার হয়ে 49টি টেস্ট ম্যাচ এবং 171টি ওয়ান ডে খেলেছেন ৷ 1996 সাল থেকে 2004 পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জার্সিতে খেলেন ল্যান্স ৷ পরবর্তী সময়ে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে দলেও কোচিং করিয়েছেন ৷ আগামী শুক্রবার কলকাতায় নামবেন তিনি ৷ সেখান থেকে শনিবার ত্রিপুরায় আসবেন ৷